India & World UpdatesHappeningsBreaking News
পৌষমেলার আয়োজন করবে বিশ্বভারতী
২৯ আগস্টঃ পৌষমেলার আয়োজনে রাজি হল বিশ্বভারতী। শুক্রবার বিশ্বভারতীর সমস্ত কর্মী, আধিকারিক ও অধ্যাপকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক হয়। সিদ্ধান্ত হয়, বিশ্বভারতীই পৌষমেলা আয়োজন করবে। তবে মেলার অনলাইনে স্টল বণ্টন থেকে শুরু করে নির্দিষ্ট দিনে মেলা শেষ করা পর্যন্ত সমস্ত বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। মূলত কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গ টেনে এই শর্ত দিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীই।
অর্থ এবং লোকবলের অভাব ও জাতীয় পরিবেশ আদালতের নিয়মাবলির জন্যই বিশ্বভারতী মেলা পরিচালনায় অপারগতার কথা জানিয়েছিল বলে শুক্রবারের বৈঠকে উল্লেখ করা হয়। শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, “১৯২১ সাল থেকে মেলা পরিচালনায় সহায়তা করছেন বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক, পড়ুয়া সকলেই। এই বারও যদি সমস্ত সমস্যা কাটিয়ে বিশ্বভারতী পৌষমেলা পরিচালনার দায়িত্ব নেয়, আমরা তাকে স্বাগত জানাই।” বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের মত, “পৌষমেলা সাধারণ মানুষের। রবীন্দ্রনাথের ভাবনায় মেলা পরিচালিত হয়েছে। বিশ্বভারতীর মেলা চালিয়ে যাওয়া উচিত।” একই সঙ্গে এ দিনের প্রেস বিবৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ বলে উল্লেখ করার বিষয়টিতে কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছেন। যদিও উপাচার্যের বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে দাবি করে বলা হয়েছে, “যদি কেউ এই মন্তব্যের জন্য দুঃখিত হন, তার জন্য আমরাও দুঃখিত ও মর্মাহত।”