India & World UpdatesHappeningsBreaking News
পৃথিবীর কক্ষপথ ত্যাগ, চাঁদের উদ্দেশে চন্দ্রযান ৩
ওয়েটুবরাক, ১ আগস্ট : পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে এবার সরাসরি চাঁদের উদ্দেশে পাড়ি জমালো চন্দ্রযান ৩। উৎক্ষেপণের পর থেকে পৃথিবীর কক্ষপথে ঘুরছিল ইসরোর এই মহাকাশ যান। ধীরে ধীরে পৃথিবীর থেকে দূরত্ব বাড়িয়ে কক্ষপথে উঁচুতে উঠছিল চন্দ্রযান। এ বার চাঁদের কক্ষপথে ঘুরতে ঘুরতেই চাঁদের মাটিতে অবতরণ করবে৷
ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার এবং রোভার। ৭০ ডিগ্রি দ্রাঘিমায় অবতরণ করার কথা এই মহাকাশযানের। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখনও পর্যন্ত যে তিনটি দেশ চাঁদে পা রেখেছে, তাদের কেউই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। চাঁদের নিরক্ষীয় অঞ্চলের কাছে অবতরণ করেছে তারা।