NE UpdatesAnalyticsBreaking News
পৃথক সরকার দাবি, কুকি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
ইম্ফল, ১৮ নভেম্বর : মণিপুরের কুকি-জো সম্প্রদায়ের বৃহত্তম সংগঠন ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরামের (আইটিএলএফ) সাধারণ সম্পাদক মুয়ান টম্বিং-এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। বুধবার আইটিএলএফ নেতা কেন্দ্রীয় সরকারকে একটি আলটিমেটাম দিয়ে বলেছিলেন, ‘দুই সপ্তাহের মধ্যে মণিপুরে আমাদের জন্য একটি পৃথক সরকার গঠন করুন, তা না হলে আমরা নিজেরাই সরকার গঠন করব।’
আইটিএলএফ নেতার এই হুঁশিয়ারির পর তার বিরুদ্ধে চুড়াচাঁদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আইপিসির 121A, 124A, 153 এবং 120B ধারায় মুয়ানের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে রয়েছে ভারত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, দাঙ্গা উসকে দেওয়া, মানুষকে উসকানি দেওয়া, রাষ্ট্রদ্রোহের পাশাপাশি অন্যান্য অপরাধমূলক ষড়যন্ত্র।
প্রকৃতপক্ষে, আইটিএলএফ বুধবার ১৫ নভেম্বর একটি আল্টিমেটাম দিয়েছিল যে, যদি তাদের আলাদা প্রশাসন না দেওয়া হয় তবে তারা দু’সপ্তাহ পরে চূড়াচাঁদপুর, কাংপোকপি এবং টাংনোপোল জেলায় একটি সমান্তরাল প্রশাসন গঠন করবে, যেখানে মণিপুর সরকারের হস্তক্ষেপ চলবে না।
এ দিকে মণিপুর হিংসা নিয়ে ১৮ নভেম্বর রাজ্যপাল অনুসুয়া উইকির সঙ্গে দেখা করে ১০টি দলের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ইবোবি সিং। প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মারকলিপিও দেয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ ছাড়া রাজ্যে শান্তি বজায় রাখা যাবে না। প্রতিনিধি দলটি কুকি এবং মৈতেই উভয় সম্প্রদায়ের মধ্যে শীঘ্রই শান্তি আলোচনার দাবি জানিয়েছে।