NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
পৃথক বরাক : আসামের বাঙালিরা কী চান, ৬০ দিনে জানাতে বলল আলফা স্বাধীন
ওয়েটুবরাক, ১৫ অক্টোবর : পৃথক বরাক দাবির বিরোধিতা করল আলফা স্বাধীন। বরাক উপত্যকাকে অসম থেকে বিচ্ছিন্ন হতে দেওয়া হবে না বলে প্রেস বিবৃতিতে জানিয়েছেন জঙ্গি সংগঠনটির প্রচার বিভাগের সদস্য ক্যাপ্টেন রুমেল অসম। সেই সঙ্গে বরাক-ব্রহ্মপুত্র নির্বিশেষে অসমের বাঙালিরা কী ভাবছেন, কারা পৃথক হতে চান, কারা অসমে থাকতে চান, ষাট দিনের সময়সীমা বেঁধে দিয়ে সকলকে জানাতে বলেছেন। বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের সভাপতি প্রদীপ দত্তরায় পৃথক বরাক দাবিতে আন্দোলনে নামতেই আলফার বিবৃতি জারি করে বিরোধিতায় চাঞ্চল্য ছড়িয়েছে। আলফার মন্তব্য, “যে কাছাড়ি রাজ্যের অংশবিশেষ এখন বরাক উপত্যকা, তা কোনও কালেই বাঙালিদের অধিকারে ছিল না। এ ছাড়া, ভূ-রাজনীতির প্রেক্ষিতে স্বাক্ষরিত সমস্ত চুক্তিতে ভূমিপু্ত্রদের কথাই উল্লেখ রয়েছে। তাই প্রদীপ দত্তরায় এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে যে বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর বিভেদ টানতে চাইছেন, তা ধুরন্ধর রাজনীতি ছাড়া কিছু নয়।”