Barak UpdatesHappeningsBreaking News
পূর্বাঞ্চল পাইওনিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত ডাঃ পিনাকি চক্রবর্তী
ওয়েটুবরাক, ২৫ ডিসেম্বর: শিশু চিকিৎসা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন কাজের স্বীকৃতিতে পুরস্কৃত হলেন কাছাড়ের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ পিনাকি চক্রবর্তী। পূর্বাঞ্চল পাইওনিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তিনি। তিনি ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স-এর বরাক উপত্যকা শাখা সংগঠনের সচিব এবং শিলচর মেডিক্যাল কলেজের নিউবোর্ন ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভারপ্রাপ্ত আধিকারিক। ডাঃ পিনাকি বিভিন্ন সমাজ সেবার সঙ্গেও নানাভাবে জড়িত। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স পূর্বাঞ্চল শাখার সম্মেলনে এই পুরস্কার গ্রহণ করেন। এই পুরস্কার প্রাপ্তিতে ডাঃ পিনাকির পরিচিত মহল সহ সংগঠনের বরাক ভ্যালি শাখার সব সদস্য উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা অভিনন্দিত করেছেন ডাঃ পিনাকি চক্রবর্তীকে।