Barak UpdatesHappeningsBreaking News
পূর্ণ লকডাউনের আশঙ্কা বেড়ে চলেছে, উদ্বেগ
2 জুলাইঃ কাছাড়ও পূর্ণ লকডাউনের পথে এগোচ্ছে। এথন আর ফিসফিস নয়, বৃহস্পতিবার বিবৃতি ইস্যু করে এমন আশঙ্কার কথা শুনিয়েছেন খোদ জেলাশাসক কীর্তি জল্লি। তিনি জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, কাছাড়ে দ্রুত হারে পজিটিভ বাড়ছে। এখন কার্ফু ও সামাজিক দূরত্বের বিধিগুলি কঠোরভাবে মেনে না চললে গুয়াহাটির মত পরিস্থিতির সৃষ্টি হবে। তিনি অকারণে ঘর থেকে না বেরোতে বলেন।
বিকেলে জেলা স্বা্স্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্টে সুমন চৌধুরী আরও স্পষ্ট করে বলেন, ট্র্যাভেল হিস্ট্রি ছাড়া করোনা আক্রান্তের সংখ্যাটাই উদ্বেগের। ক্রমে তা বাড়ছে। অর্চনা নন্দী থেকে শুরু হয়েছিল। দুদিনে অনেকটাই বেডে় গিয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ চেষ্টা করে চলেছে, এই ধরনের সংক্রমণ উত্স না জানা রোগীদের সংস্পর্শে যারা এসেছেন, তাদের সকলের লালারস সংগ্রহ করে তাদের মধ্যেও কেউ পজিটিভ কিনা, দ্রুত তা নিশ্চিত হতে। রংপুর আঙ্গারজুরের সুপ্রীতি পালের পরিবারের অন্যান্য পজিটিভদের এই ফর্মুলাতেই বের করা গিয়েছে।