Barak UpdatesHappeningsBreaking News
পূবালী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটি
ওয়ে টু বরাক, ২৬ মে : পরম্পরাগত সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে ২৬ মে অর্থাৎ রবিবার পার্ক রোডে থাকা নিজস্ব ভবনে দ্বি বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের (২০২৪-২০২৬ ) জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করল পূবালী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা।
সভার প্রারম্ভে বিগত বছরের সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংস্থার সাধারণ সম্পাদক প্রণব কল্যাণ দে এবং বিগত বছরের আয় ব্যয়ের হিসাব সভায় তুলে ধরেন কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তী। দুটি প্রতিবেদনই সর্বসম্মতিক্রমে সভায় গৃহীত হয়। তারপর সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য পুরনো কমিটি ভেঙে দেন।
এদিনের সভার বাকি কার্যক্রম পরিচালনা করার জন্য সভা দায়িত্বভার তুলে দেয় সংস্থার সম্মানিত বরিষ্ঠ সদস্য সুব্রত ভট্টাচার্য ও অসিত চক্রবর্তীকে। তাঁরা উভয়ে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করার প্রস্তাব সভার সামনে পেশ করেন।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সুপ্রিয় ভট্টাচার্যকে সভাপতি, সহ সভাপতি পদে প্রণব কল্যাণ দে (প্রশাসন) এবং সাধারণ সম্পাদক পদে নিশীথ রঞ্জন চক্রবর্তীকে মনোনীত করা হয়। এছাড়া অন্য পদাধিকারীরা হলেন সুশীল কুমার বণিক সাংস্কৃতিক সম্পাদক, যুগ্ম সম্পাদক হয়েছেন ড.অজয় বর্মন ও রূপালী বৈদ্য এবং কোষাধ্যক্ষ অভিরূপ চক্রবর্তী। কার্যকরী সদস্যরা হলেন শান্তনু সেনগুপ্ত, বিশ্বরাজ চক্রবর্তী, কিশোর বিশ্বাস, পার্থপ্রতিম দাস, নিত্যানন্দ দাস, সমর রায়, বণশ্রী নাথ ও হিমাদ্রি শেখর দাস। সংস্থার উপদেষ্টা হিসেবে রয়েছেন শ্যামল সেন, অসিত চক্রবর্তী, সুব্রত ভট্টাচার্য, তপন রায় ও প্রণব চৌধুরী।