NE UpdatesHappeningsBreaking News
পুলিশ সুপারের কবিতার বই প্রকাশিত
ওয়েটুবরাক, ৫ ডিসেম্বরঃ মাওবাদী জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার জন্য নিজের দফতরে তাঁর যথেষ্ট নামডাক রয়েছে। এই পুলিশকর্তাই নিয়মিত কবিতা পড়েন, কবিতা লিখেন। মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত আসাম গ্রন্থমেলায় কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তার কবিতার বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ ঘটে। অসমিয়া ভাষায় লেখা মূল বইটির আবরণ উন্মোচন অবশ্য আগেই হয়েছিল। এ দিনে “থামে না মাদলের বোল” নামে ওই বইয়ের বাংলায় অনুবাদ প্রকাশিত হয়। বইটির আবরণ উন্মোচন করেন লোকসাহিত্যের গবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য। কবিতাগুলি অনুবাদ করেছেন সাংবাদিক গৌতম তালুকদার।
অমলেন্দু ভট্টাচার্য কবিতা, অনুবাদ সাহিত্য এবং এই অঞ্চল নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। কবি ও প্রাক্তন সাংবাদিক নোমল মাহাত্তা জানান, এই বই বিক্রি করে যা উপার্জিত হবে, এর পুরোটাই সাংবাদিক কল্যাণে ব্যয় করবেন। অসম গ্রন্থমেলা ও সারা অসম পুস্তক বিক্রেতা ও প্রকাশক সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবিপত্নী বিউটি গগৈ, বার্তালিপি সম্পাদক অরিজিত আদিত্য, মিহির দেউড়ি প্রমুখ।