Barak UpdatesHappeningsBreaking News

পুলিশে মুড়ে দিলেও বেলা বাড়তেই বেরিয়েছেন পিকেটার

ওয়েটুবরাক, ২৭ জুন: রাত তিনটাতেই শিলচর শহরের স্থানে স্থানে পুলিশ মোতায়েন করা হয়৷ পাঁচটা বাজতেই গোটা শহর পুলিশে মুড়ে দেওয়া হয়৷ সঙ্গে আধা সামরিক বাহিনীর জওয়ানরা৷ ভোর থেকে শুরু হয় ধরপাকড়৷ ফলে শুরুতে পিকেটাররা করণীয় কী স্থির করতে পারছিলেন৷ পরে বিরোধী নেতৃবৃন্দ দলবল নিয়ে অফিস পাড়া এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের গেটে দাঁড়িয়ে স্লোগান তোলেন৷ কর্মচারীদের উদ্দেশে বনধ পালনের আহ্বান জানান৷ পুলিশকে তখন পিকেটারদের গ্রেফতার করতে গিয়ে হিমশিম খেতে হয়৷ তবে অটো-টুকটুক যেগুলি রাস্তায় নেমেছে বা হালকা হলেও যারা দোকান খুলেছে পিকেটাররা তাদের বাধা প্রদান না করায় বনধ ঘিরে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই৷ পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, শিলচর ছাড়াও কালাইন, কাটিগড়া, বড়খলা এলাকাতেও পিকেটারদের গ্রেফতার করা হয়েছে৷

Rananuj

পুলিশের আধিক্য থাকায় মানুষ অবশ্য এমনিতেই রুটিন কাজকর্ম বিরত থাকেন৷ সকলের মনে আশঙ্কা জন্মায়, গণ্ডগোল হতে পারে৷ ফলে টুকটুক এবং একাংশ অটো চলাচল করলেও সাধারণ জনতা তেমন একটা বার হননি৷ বিডিএফ নেতা প্রদীপ দত্তরায় দাবি করেন, বনধ সফল৷ একই কথা শোনান কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পালও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker