Barak UpdatesHappenings
পুলিশি আতিশয্যের অভিযোগে বিশ্ববিদ্যালয় গেটে অবরোধ, পরে প্রত্যাহার
১১ সেপ্টেম্বরঃ বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে পুলিশের আতিশয্যের অভিযোগে বুধবার ঘণ্টাচারেক বিশ্ববিদ্যালয়ের মূল গেট অবরুদ্ধ থাকে। ছাত্রছাত্রীরা গেট বন্ধ করে দিয়ে ন্যায় দাবি করে। তাদের অভিযোগ, আইরংমারায় বিনা অপরাধে পুলিশ কম্প্যুটার সায়েন্স বিভাগের ছাত্রদের এক মেসে ঢুকে তাদের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। অশ্রাব্য গালিগালাজ লেগেই ছিল। কোনও আপত্তিকর সামগ্রী পায়নি। তবু তাদের শারীরিকভাবে নিগ্রহ করে। ছাত্র নিগ্রহের এই ঘটনার সুবিচার দাবিতে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা সকালে গেট আটকে দেয়। তাতে ছাত্র-শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের কেউ ভেতরে ঢুকতে পারেননি। পরে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করান। তার পরেই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম স্বাভাবিক চলে। ক্লাশ হয় বিভাগে বিভাগে।
English text here