Barak UpdatesHappeningsBreaking News
পুলিশি অভিযানে বাজেয়াপ্ত মায়ানমারের সুপারি, সিগারেট
২৪ জুলাইঃ গত ২৪ ঘটনায় লায়লাপুরে ফরেস্ট বিট অফিসের সামনে পুলিশের বিশেষ অভিযানে বাজেয়াপ্ত হয় ১২ কার্টুন সিগারেট এবং ৫০ বস্তা সুপারি। সিগারেট ও সুপারি সবই মায়ানমার থেকে আসা। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৭টায় প্রথম অভিযানে আটকানো হয় একটি বোলেরো পিক-আপ ভ্যাহিকেল। তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় ১২ কার্টুন মায়ানমারের সিগারেট। এই ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়েছে।
এর ঘণ্টাদুয়েক পরে একটি ট্রাকে তল্লাশি চালানো হলে ৫০ বস্তা সুপারি পাওয়া যায়। এর কোনও চালান বা অন্য কোনও প্রমাণপত্র ছিল না।এগুলি মায়ানমারের বলেই অনুমান করছেন পুলিশ কর্তারা।
২৪ ঘণ্টায় তৃতীয় সফল অভিযানটি হয় মালিডহরে। শুক্রবার ভোর পৌনে ৭টায় একটি ট্রাককে আটকানো হয়। এর নম্বর প্লেট লাগানো ছিল এএস১১সি ৯১০৭। কিন্তু কাগজপত্রে দেখা যায়, গাড়িটির প্রকৃত নম্বর এএস০১বিসি ৯১০৭। ওই কাগজে সিমেন্ট বোঝাইয়ের তথ্য রয়েছে। কিন্তু গাড়িতে মিলেছে কয়লা। জগদীশবাবু জানান, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত চলছে।
এইসব অভিযানে স্পষ্ট, যারাই যত স্বচ্ছতার কথা বলেন না কেন, এই অঞ্চলে সরকারি রাজস্ব ফাঁকি ও দেশীয় উৎপাদনের সর্বনাশ ঘটিয়ে মায়ানমারের সামগ্রীর ব্যবসা চলছেই। একইভাবে চলছে কয়লার নানাধরণের অবৈধ বাণিজ্য।