NE UpdatesHappeningsBreaking News

পুরো ট্রেন ভাড়া করে বিক্ষোভে দিল্লির পথে আন্দোলনকারীরা

আগরতলা, ৩ ডিসেম্বর : দাবিদাওয়া আদায়ে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলো দিল্লিতে গিয়ে ধর্না-বিক্ষোভ ইত্যাদি প্রদর্শন করে। এই আন্দোলনে অংশ নিতে সংশ্লিষ্ট রাজ্য থেকে দলের সদস্যরা ট্রেন, বাসে চেপে রাজধানীর উদ্দেশে যান। কিন্তু এ বার আন্দোলনকারীদের দিল্লি যাওয়ার সুবিধার জন্য একটি আঞ্চলিক দল পুরো একটি ট্রেনই ভাড়া করে নিল। এমন প্রস্তুতি সত্যিই বিরল।

ক্ষমতাসীন বিজেপির ওপর চাপ সৃষ্টি করতে ত্রিপুরার বিরোধী দল তিপরা মথা, বিধানসভা নির্বাচনের ঠিক আগে বৃহত্তর তিপ্রাল্যান্ডের দাবিতে ৫-৬ ডিসেম্বর দিল্লিতে বিক্ষোভ করার জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে থেকে একটি ট্রেন ভাড়া করে নিয়েছে। মথা নেতারা বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত ১২৫তম সাংবিধানিক সংশোধনী বিল পাস করতে, ত্রিপুরা উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদের (এডিসি) মর্যাদা আপগ্রেড করতে এবং বৃহত্তর ত্রিপুরাল্যান্ডের জন্য এডিসিকে ক্ষমতায়নে কেন্দ্র সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা চলছে। কিন্তু এখন পর্যন্ত এর কোনও অগ্রগতি হয়নি।

দলের সিনিয়র নেতা তথা এডিসি সভাপতি জগদীশ দেববর্মা বলেছেন, মথা আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ৬০-সদস্যের বিধানসভা নির্বাচনের সব আসনে প্রার্থী দেবে। তবে এই দলটি অ-আদিবাসীদের বিরুদ্ধে নয় এবং তাদের দল সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে আদিবাসীদের স্বার্থ রক্ষার লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, তিপরা মথার প্রায় ২০০০ সদস্য ২ ডিসেম্বর বিকেলে আগরতলা থেকে ১৬টি কোচ নিয়ে একটি বিশেষ ট্রেনে দিল্লির উদ্দেশে রওনা হয়েছে এবং ৪ ডিসেম্বর রাতে রাজধানী দিল্লিতে পৌঁছবে। পরদিন অর্থাৎ ৫ ডিসেম্বর দিল্লি ও এনসিআরে বসবাস করা কয়েক হাজার তিপরা জনজাতি এই আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হয়ে যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শন করবে। বিক্ষোভকারীরা ৭ ডিসেম্বর একই ট্রেনে আগরতলায় ফিরতে শুরু করবে। দল রেলওয়েকে এই বিশেষ ট্রেনের ভাড়া বাবদ ১০ লক্ষ টাকা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker