Barak Updates
পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের গণ উপনয়ন ২ ফেব্রুয়ারি, পরীক্ষা ২৪-২৫ আগস্ট
১৯ আগস্ট : আসন্ন নববর্ষে পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে উপনয়ন অনুষ্ঠিত হবে। ২০২০-এর ২ ফেব্রুয়ারি হবে এই গণ উপনয়ন। সম্প্রতি পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের কার্যকরী কমিটির এ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশিক্ষণ কেন্দ্রের সহ-সভাপতি রুচিন্দু চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বেশ ক’টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে ২০ ও ২১ সেপ্টেম্বর দুর্গাপূজার বিভিন্ন শাস্ত্রীয় দিক নিয়ে আলোচনা এবং ২২ সেপ্টেম্বর চণ্ডীশ্লোকাবৃত্তির চূড়ান্ত প্রতিযোগিতা।
তাছাড়া পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষার্থীদের বর্তমান শিক্ষাবর্ষের পরীক্ষা ২৪ ও ২৫ আগস্ট করার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রসঙ্গত, ঋক, সাম ও যজুর্বেদ এই তিন বেদের উপনয়ন অনুষ্ঠিত হবে। উপনয়ন করাতে আগ্রহী সবাইকে প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এজন্য প্রতি রবিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কাছাড় কলেজ সংলগ্ন শিলচর সঙ্গীত বিদ্যালয়ে যোগাযোগ করা যাবে। যোগাযোগ করা যাবে ‘৭০০২৯০৮০৬০, ৯৪৩৫৩৭২২৬৩’ এই দুটি মোবাইল নম্বরেও।