Barak UpdatesHappeningsBreaking News
পুরকর : নাগরিক স্বার্থরক্ষার আন্দোলনে সমর্থন সক্রিয়পন্থী প্রবীণদের
ওয়েটুবরাক, ৫ সেপ্টেম্বর : শিলচরের সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ গত রবিবার জরুরি সভায় মিলিত হয়ে সেলফ অ্যাসেসমেন্ট ও পুরকর বৃদ্ধির পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে৷ মিহির কর পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মঞ্চের সদস্যরা একযোগে শিলচরের নাগরিকদের উপর মাত্রাতিরিক্ত কর আরোপের উদ্যোগ এবং চাপ সৃষ্টির জন্য পুর প্রশাসন ও জেলা কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন৷
সক্রিয়পন্থী প্রবীণ নাগরিকরা সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ কর্তৃক প্রকাশিত ৮ দফা দাবির সবগুলোকে সমর্থন জানান৷ দল, মত, ধর্ম, ভাষা, পেশা নির্বিশেষে শিলচরের সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে সামিল হতে আহ্বান জানান তাঁরা৷ শিলচর মেডিক্যাল কলেজের পরিকাঠামো উন্নয়নের জন্য এক স্মারকলিপির খসড়াও ওই সভায় অনুমোদন করা হয় বলে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ ভাইস চেয়ারম্যান নীহারেন্দু পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দে জানিয়েছেন৷