India & World UpdatesHappeningsBreaking News
পুনর্নির্বাচনেও মৃত্যু ঠেকাতে পারেনি পশ্চিমবঙ্গ
ওয়েটুবরাক, ১০ জুলাই : পঞ্চায়েতের পুনর্নির্বাচনের দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট-হিংসায় মৃতের সংখ্যাটা চল্লিশ ছুঁই-ছুঁই। রাজ্য নির্বাচন কমিশনের খাতায় অবশ্য তা ১৫। সোমবার রাজ্যের ১৯টি জেলার প্রায় সাতশো বুথে পুনরায় নির্বাচন হয়। সোমবারের ভোটেও বেশ কিছু জায়গা থেকে কারচুপির অভিযোগ এসেছে। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রবিবার কুলতলি থানার পশ্চিম গাবতলায় এক ভোটকেন্দ্রের কাছে আবু সালেন খান নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার রাতে বাসন্তীতে আজহার লস্কর নামে আরও এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। মালদহের বৈষ্ণবনগরে মতিউর রহমান নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের অর্ধেকের বেশি তাঁদের বলেও দাবি করেছে তৃণমূল। এ ব্যাপারে শাসকপক্ষ বিরোধীদের নিশানা করেছে। মৃতদের মধ্যে তৃণমূল বিজেপি ছাড়াও, কংগ্রেস এবং সিপিএম কর্মী সমর্থকরাও রয়েছেন। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, জেলা শাসকদের কাছ থেকে মৃত্যুর বিস্তারিত চাওয়া হয়েছে।