Barak UpdatesHappeningsBreaking News
পুজোয় সাহিত্যপত্রিকা প্রকাশ করল শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি
ওয়েটুবরাক, ২০ অক্টোবর : প্রকাশিত হল শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির শারদীয় সাহিত্য পত্রিকা শিবালিক লিপি৷ মহাপঞ্চমীর সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে এর উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রাজীবমোহন পন্থ৷ সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর ড. জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাহিত্যিক মিথিলেশ ভট্টাচার্য, ড. সুমিতা ঘোষ দেব, বলরাম দাস, দীপক সেনগুপ্ত প্রমুখ৷
উপাচার্য পন্থ শিবালিক পার্কের সামগ্রিক ব্যবস্থাপনার কথা জেনে ও দেখে সন্তোষ প্রকাশ করেন৷ তিনি বলেন, এলাকার বাসিন্দারাই নিজেদের প্রয়োজনীয় বিষয়গুলি দেখভাল করছেন, ম্যানেজমেন্টের ছাত্র হিসেবে তিনি একে “গ্রেট সাকসেস স্টোরি” বলেই মনে করছেন৷ অন্যরা নিজেদের সোসাইটি পরিচালনার ক্ষেত্রে শিবালিক পার্ককে অনুসরণ করবে বলে তিনি আশা করেন৷
উপাচার্য পন্থ বরাক উপত্যকার সাহিত্য-সংস্কৃতি চর্চার ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, সম্প্রীতি বজায় রেখে সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহিত্য-সংস্কৃতির ভূমিকা অপরিসীম৷ তিনি আশা প্রকাশ করেন, শিবালিক লিপি শুধু শিবালিক পার্ক নয়, বৃহত্তর অঞ্চলে বিশেষ ছাপ ফেলতে সক্ষম হবে৷
আগুনের পরশমণি গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন সোসাইটির নিজস্ব শিল্পীবৃন্দ৷ স্বাগত ভাষণ দেন সুদীপ্ত দেবরায়৷ তিনি জানান, এ বার শিবালিক পার্ক ডেভেলপমেন্ট সোসাইটির ২৫ বছর৷ তিন দশক আগে পাড়ার সূচনায় পরিকাঠামো কিছুই ছিল না৷ তবে যারা এসেছিলেন সবাই শিল্পী, সাহিত্য-সংস্কৃতি অনুরাগী৷ এ বার সাহিত্য পত্রিকা প্রকাশের মাধ্যমে তা বিশেষ মাত্রা পেল৷ পাড়ারই সংস্থা ঐকতান একবার স্মরণিকা প্রকাশ করেছিল৷ এ ছাড়াও, দুর্গাপূজা বা নাট্যোৎসব উপলক্ষে কয়েকটি এবং সম্প্রতি শিবালিক পার্ক মহিলা সমিতির একটি স্মরণিকা প্রকাশিত হয়েছিল৷ তবে পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা বললে, শিবালিক লিপিই প্রথম প্রয়াস৷
দেবযানী ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে সুদীপ্ত দেবরায়ই এই প্রয়াসে নেতৃত্ব দেন, শিবালিক লিপির যৌথ সম্পাদনা করেন৷
মিথিলেশবাবু বলেন, একসময় পূজা মানেই ছিল নতুন সাহিত্য৷ এখন সাহিত্যের বিকেন্দ্রীকরণ ঘটেছে৷ শিলচরও এক কেন্দ্র৷ কলকাতার চেয়ে তামকোনও অংশে কম নয়৷
দীপক সেনগুপ্তর কথায়, লিগ্যাসির টানাপোড়ন আমাদের গৌরবময় ইতিহাসকে ভুলিয়ে দিতে চলেছে৷ নাগরিকত্ব ইস্যু সাংস্কৃতিক পরিচিতিকে প্রত্যাহ্বানের মুখে ঠেলে দিচ্ছে৷ আলফার নাম উল্লেখ না করেও তিনি পরেশ বরুয়ার হুমকির নিন্দা করে বলেন, “বরাক পৃথক হবে কিনা তা অন্য কেউ হুকুম জারি করবে কেন?”
সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, অনিমেষ দেব প্রমুখ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি ওমকারনাথ রায়৷ সঞ্চালনায় ছিলেন সম্পাদক দেবাশিস পাল৷