Barak UpdatesHappeningsBreaking News
পুজোর মধ্যেও গান্ধীপ্রণামে বেশ সাড়া
ওয়েটুবরাক, ২ অক্টোবরঃ রবিবার মহাসপ্তমীর সকালে গান্ধীজয়ন্তীর অনুষ্ঠানে কারা আর আসবেন, এমনটাই ভাবছিলেন শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কিন্তু সকাল হতেই দেখা যায় একে একে সবাই উপস্থিত হয়েছেন জাতির জনককে শ্রদ্ধা জানাতে। কেউ গিয়েছেন মালা হাতে, কেউ নিয়েছেন ফুল। ভক্তিভরে সবাই গান্ধীপার্কের ভেতরের প্রতিমূর্তিতে শ্রদ্ধা জানান। এ দিন সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজনে করে গান্ধী শান্তি প্রতিষ্ঠান। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের সভাপতি শান্তনু দাস। তিনিই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন।
ভজন পরিবেশন করেন কল্যাণী দাম। গান্ধীজির অহিংস নীতির ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের সভাপতি অরিন্দম ভট্টাচার্য, প্রতিষ্ঠানের সম্পাদক অশোক দেব, সুকল্পা দত্ত, মৃন্ময় রায় প্রমুখ। সর্ব ধর্ম প্রার্থনায় কোরান, গীতা ও বাইবেল পাঠ করে শোনানো হয়। অন্যান্যদের মধ্যে ছিলেন বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, মধুমিতা শর্মা, রাজেশ দাস, মৃদুল মজুমদার, রথীন্দ্র সাহা প্রমুখ। ছিলেন মহিলা মোর্চার নেতৃবৃন্দও। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে সবাইকে প্রাতঃরাশে আপ্যায়িত করা হয়।