NE UpdatesHappeningsBreaking News
পুজোর প্রসাদ খেয়ে হাসপাতালে ১০০’র বেশি
২০ আগস্ট : পুজোর প্রসাদ খেয়ে অবশেষে যেতে হলো হাসপাতালে। আসামের লঙ্কায় এমন ১০০ জনকে হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। প্রাপ্ত খবরে জানা গেছে, লঙ্কার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় লঙ্কেশ্বরী হাসপাতালে প্রায় ১২০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন ১০৫ জন এবং লঙ্কেশ্বরী হাসপাতালে আরও ১৫ জনের চিকিৎসা চলছে। লঙ্কার রংমহলায় এক পুজো অনুষ্ঠানে প্রসাদ খাওয়ার পর শিশু সহ অনেকে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়েন।
এ নিয়ে ওই পুজো অনুষ্ঠানের পুরোহিত বলেন, এটা বলা ঠিক নয় যে এই পুজোয় প্রসাদ খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছেন। একইভাবে আশপাশের অন্য কয়েকটি স্থানেও পুজো হয়েছে। ফলে এমনও হতে পারে যে, এই লোকেরা অন্য পুজোতেও প্রসাদ গ্রহণ করেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল থেকেই লঙ্কা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও লঙ্কেশ্বরী হাসপাতালে অনেকে অসুস্থ হয়ে ভর্তি হতে শুরু করেন।