Barak UpdatesHappeningsBreaking News
পুজোর আগে গর্ত ভরাট, জঞ্জাল নিষ্কাশনের দাবি জানাল শহর কংগ্রেস
ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : দুর্গাপূজা উপলক্ষে শিলচরকে সাজিয়ে তোলার দাবি জানালেন শহর কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্য৷ তিনি জানান, রাঙ্গিরখাড়ি পয়েন্টে মূল সড়কে গর্তের দরুন প্রতিদিন যানজট লেগে থাকে৷ শ্মশানঘাটের পিছনে ইঅ্যান্ডডি বাঁধের ওপরও গর্তের সৃষ্টি হয়েছে৷ পূজার আগে সেগুলি ভরাট করার দাবি জানান তিনি৷ সঙ্গে শহরের নর্দমা পরিস্কার করে শহরকে সুন্দর এবং পরিচ্ছন্ন করে তুলতেও তিনি জেলা প্রশাসনের কাছে দাবি করেন।
পুরবোর্ড না থাকায় তিনি দল-মত নির্বিশেষে প্রাক্তন কমিশনারদের মাধ্যমে কাজ করাতে পরামর্শ দেন। তাঁর অন্যান্য দাবি-পরামর্শের মধ্যে রয়েছে, পূজার আগে শহরের প্রতিটি মণ্ডপে চূণ এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কারপরিচ্ছন্ন করে তোলা, রাঙ্গিরখাড়ি পয়েন্টে অবৈধ পার্কিং এবং তোলাবাজি বন্ধে অতি শীঘ্রই ব্যাবস্থা গ্রহণ এবং শহরের প্রতিটি গলি নিরীক্ষণ করে, রাতে বাতি জ্বালানোর ব্যবস্থা করা৷ অতনু বলেন, গলিতে বাতি না জ্বললে অসামাজিক কার্যকলাপ বেড়ে যাবে৷