Barak UpdatesHappeningsBreaking News
পুজোয় সদরঘাটের নতুন সেতুতে আলোকসজ্জা হবে, চলছে উৎসবের যাবতীয় প্রস্তুতি
ওয়েটুবরাক, ২৯সেপ্টেম্বর: শিলচর পুর এলাকায় আসন্ন শারদ উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার উদ্দেশ্যে বুধবার পুরসভার সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয় l
এই সভায় প্রাক্তন পুর সভাপতি নীহাররঞ্জন ঠাকুর, তমাল বণিক ও সন্দীপন এন্দো, প্রাক্তন সাংসদ তথা অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য, পার্থসারথি চক্রবর্তী সহ প্রবীণ নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন ওয়ার্ড কমিশনারগণ, বিভিন্ন বিভাগীয় আধিকারিকগণ আসন্ন দুর্গাপূজার বিসর্জন, ফুটপাত সংস্কার, সাময়িকভাবে শহরের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, জল-সরবরাহ, কোভিড পরিস্থিতির জন্য নেওয়া সাবধানতা তথা সচেতনতা, মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন৷
সভায় পূর্ত বিভাগ থেকে জানানো হয়, বরাক নদীর উপর নতুন সেতুটিতে আলোর ব্যবস্থা করা হবে৷ ফুটপাত সংস্কারের কাজও অগ্রসর হচ্ছে l এপিডিসিএল থেকে জানানো হয়, উৎসবের দিনগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য তাঁদের প্রস্তুতি চলছে l অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ জানিয়েছে, বিসর্জনের সময় যথাযথ নৌকার ব্যবস্থা হবে এবং বালি, পাথর, মাটি ইত্যাদি বন বিভাগের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে l এছাড়াও অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিমেরও ব্যবস্থা রাখা হবে বলে সভায় জানানো হয় l
এতে অন্যান্যদের মধ্যে পূর্ত, এপিডিসিএল বিভাগ, অভ্যন্তরীণ জল পরিবহন, এনডিআরএফ, জল সরবরাহ বিভাগের আধিকারিকরাও আলোচনায় অংশ নেন l