India & World UpdatesHappeningsBreaking News

পিপিই কিট কেলেঙ্কারি : সুপ্রিম কোর্ট গঠিত এসআইটি দিয়ে তদন্ত চায় তৃণমূল কংগ্রেস

ওয়েটুবরাক, ৪ জুন : করোনার সময় পিপিই কিট কেনার ক্ষেত্রে অসমে ব্যাপক দুর্নীতি হয়েছে, এই অভিযোগ এনে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করল ৷ তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বজনপোষণ এবং বেআইনি অর্থসংগ্রহের অভিযোগ করা হয়৷ দলের তরফে সাংসদ সুখেন্দু শেখর রায় পিপিই কিট কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্তের দাবি করেন৷ সঙ্গে জানিয়ে দেন, প্রশাসনিক পর্যায়ের তদন্তে তাদের ভরসা নেই৷ তাই সুপ্রিম কোর্টের দ্বারা বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গড়ে তাদের ওপর দায়িত্ব দেওয়ার দাবি জানান৷

সুখেন্দু বলেন, আরটিআই করে যে সব তথ্য বেরিয়ে এসেছে, তাতে দুর্নীতির ছবি স্পষ্ট৷ হিমন্ত তখন স্বাস্থ্যমন্ত্রী৷ তিনিই তাঁর আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠ মানুষদের প্রতিষ্ঠান থেকে পিপিই কিট কেনেন৷ আরটিআই-র জবাব উদ্ধৃত করে সাংসদ রায় দুটি প্রতিষ্ঠানের নামোল্লেখ করেন৷ এরা ২২০০ টাকা দরে অসম সরকারকে পিপিই কিট সরবরাহ করেছিল৷ অথচ সে সময় এর বাজারদর ছিল ৬০০ থেকে ৭০০ টাকা৷ সুখেন্দু জানান, এই সব করে একটি প্রতিষ্ঠান ৪ কোটি ২০ লক্ষ টাকা এবং অন্যটি আড়াই কোটি অসম সরকারের কাছ থেকে আদায় করে৷ এর একটি প্রতিষ্ঠানে আবার অংশীদার হিসেবে রয়েছেন হিমন্তের স্ত্রী-পুত্রও৷ তাঁর কথায়, আরটিআইতে এমন কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের কলকাতার ঠিকানার উল্লেখ রয়েছে, যেখানে গিয়ে ওই নামে কোনও প্রতিষ্ঠানের অস্তিত্বই মেলেনি৷ কিছুদিন ধরেই পিপিই কিট নিয়ে নানা অভিযোগ উঠছিল, মুখ্যমন্ত্রী হিমন্ত এবং তাঁর মন্ত্রীরা সে সব অস্বীকার করছিলেন৷

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য টুইট করেছেন, দেশ যখন সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে, চারদিকে অতিমারির প্রকোপ, সে সময় একজন মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের জন্য সম্পদের পাহাড় তৈরি করছেন, কী লজ্জা!

বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিস্মিত, একজন মুখ্যমন্ত্রী কী করে এতটা নীচে নামতে পারেন! তাঁর কথায়, অসমের মানুষ এ জন্য তাঁকে কখনও ক্ষমা করবেন না৷ অসমের তৃণমূল সভাপতি, সাংসদ রিপুণ বরা বলেন, হিমন্ত একমাত্র প্রচারের পেছনে ছুটছেন৷ প্রশাসনহীনতা আর বিজেপি এখন সমার্থক হয়ে উঠেছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker