Barak UpdatesAnalytics
পিকনিকে গেলে জোরে মাইক বাজানো যাবে না, নিষেধাজ্ঞা
২৭ ডিসেম্বর ঃ হাইলাকান্দি জেলায় এ বছর ইংরেজি বছরের শেষ উপলক্ষে আয়োজিত বনভোজনের গাড়িতে উচ্চৈস্বরে মাইক ব্যবহার করা যাবে না। মানুষ যাতে আনন্দ উল্লাসের সময় যানবাহন বিধি লঙ্ঘন করতে না পারেন, সে উদ্দেশ্যে রাজ্য সরকারের নির্দেশে জেলাজুড়ে এই অভিযান শুরু হয়েছে।
জেলা পরিবহণ আধিকারিক সাহাবুদ্দিন তাপাদার জানিয়েছেন, পিকনিক গাড়িতে মাইকের ব্যবহার নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হবে এবং এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, পিকনিকে আসা বা যাওয়ার সময়জোরে মাইক বাজালে শব্দদূষণ হয়। ফলে গাড়িচালকের যানবাহন চালাতে গিয়ে মানসিক বাধা পাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। এর প্রেক্ষিতেই রাজ্য সরকার তা নিষিদ্ধ করেছে।
পাশাপাশি মদ্যপান করে গাড়ি চালানো বা ওভার লোডিং করে গাড়ি চালানোর বিরুদ্ধেও অভিযান চালানো হবে। বাইক চালক ও আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক বলেও পরিবহণ আধিকারিক জানিয়েছেন। তিনি গাড়ি চালানোর সময় যাত্রী সুরক্ষার সব কয়টি বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। এদিকে যাত্রী সুরক্ষা সংক্রান্ত বিধিগুলো নজরে পড়ার জন্য হাইলাকান্দি জেলাজুড়ে সব যানবাহনের পেছনে পোস্টারিং করা হয়েছে।