Barak UpdatesHappeningsBreaking News
পিএম কিষান যোজনায় কাছাড়-হাইলাকান্দিতে তদন্ত, বার হচ্ছে বহু ভুয়ো নাম
ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী কিষান যোজনার প্রকৃত হিতাধিকারীরা উপকৃত হয়েছেন কিনা, কাছাড় এবং হাইলাকান্দি জেলায় তার তদন্ত চলছে৷ কৃষি বিভাগ এর তদন্ত করছে। শুরুতেই উভয় জেলায় সন্ধানহীন কিছু হিতাধি কারীকে চিহ্নিত করা গিয়েছে। উভয় জেলার কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে, সন্ধানহীন উপকৃতদের ঠিকানায় উল্লেখিত গ্রামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না৷ আবার তদন্তকারীরা তাদের উল্লেখ করা ঠিকানায় গিয়ে প্রকৃত হিতাধীকারীদের সন্ধান পাচ্ছেন না। এধরনের হিতাধিকারীদের তালিকা কাছাড় এবং হাইলাকান্দি জেলার রাজস্ব চক্র কার্যালয়গুলোতে প্রদর্শন করে রাখা হয়েছে। এছাড়া কাছাড়ের ক্ষেত্রে w.w.w.cachar.gov.in এবং হাইলাকান্দির ক্ষেত্রে www.hailakandi.gov.in অনলাইন ওয়েবপোর্টালে সন্ধানহীন হিতাধিকারীদের তালিকা দেখা যাবে। সন্ধানহীন হিতাধিকারীদের যদি সন্ধান থেকে থাকে, তাদের Annexure iii পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি কাছাড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট চক্র আধিকারিকের কার্যালয় এবং হাইলাকান্দি ক্ষেত্রে জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। অন্যথায় সন্ধানহীন উপকৃতদের নাম স্থায়ীভাবে পিএম কিষান প্রকল্প থেকে কর্তন করা হবে বলে কাছাড় ও হাইলাকান্দির জেলা কৃষি আধিকারিকরা পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।