NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
পিএইচডি পেলেন মাসকমের মৌমিতা চক্রবর্তী
ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বরঃ আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমুনিকেশন বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করলেন মৌমিতা চক্রবর্তী। তাঁর গবেষণার বিষয় ছিল, ট্র্যাডিশনাল ফক মিডিয়া অব বরাক ভালি, কাছাড় ঃ অ্যান এফেক্টিভ মুড অব কমুনিকেশন ফর দ্য রুরাল পিপল ইন দ্য ডিজিটাল এরা। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন মাস কমুনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান তথা ডিন জিপি পান্ডে।
মৌমিতা চক্রবর্তী পণ্ডিত ধীরঞ্জন চক্রবর্তী ও সুতপা চক্রবর্তীর কন্যা এবং আইনজীবী দীপঙ্কর চক্রবর্তীর ভগিনী। মৌমিতার স্বামী শিলচর এনআইটি-র মেডিক্যাল অফিসার বাণীকান্ত চক্রবর্তী। তাঁর শ্বশুর বীরেন্দ্র চক্রবর্তী, শাশুড়ি মীনাক্ষি চক্রবর্তী এবং দেবর ডা. দেবব্রত চক্রবর্তী।
মৌমিতা চক্রবর্তীর নানা লেখালেখি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়। তাঁর পিএইচডি থিসিস বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত ও প্রশংসিত হয়েছে। তিনি তামিলনাড়ুর এসআরএম ইউনিভার্সিটি থেকে মাস কমুনিকেশন অ্যান্ড জার্নালিজমে ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি করেছেন।
মৌমিতা মাস কমুনিকেশন ডিপার্টমেন্টের সবার প্রতি কৃত়জ্ঞতা প্রকাশ করেছেন।তাঁর এই সাফল্যে আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত, গর্বিত।