Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

পায়ে শক্তি নেই, তবু ছুটছেন ময়ঙ্ক শেখর

১৫ ডিসেম্বর: ক্রাচে ভর করেই দাপিয়ে বেড়ান ময়ঙ্ক শেখর, শিলচর এনআইটি-র ডিপার্টমেন্টাল টেকনিক্যাল অ্যান্ড অ্যাকাডেমিক ল্যাবরেটরির ইনচার্জ৷ শিক্ষকতার ফাঁকে করছেন কম্পিউটার সায়েন্সেসে পিএইচডি-ও৷ আগে এনআইটি-তেই সীমিত রেখেছিলেন নিজেকে, এখন কর্মপরিধি গোটা জেলা জুড়ে৷ বিশেষভাবে সক্ষমদের যে কোনও কাজে ডাকলেই হাজির তিনি৷ কখনও কাছাড় ছাড়িয়ে চলে যান করিমগঞ্জ, হাইলাকান্দিতে৷

নিজের লড়াই অনেকটা শেষ হতেই প্রতিবন্ধীদের লড়াইয়ে শরিক হচ্ছেন৷ ‘সক্ষম’ নামে এক এনজিও-র শিলচর সম্পাদক হিসাবে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে দিনরাত কাজ করছেন৷ পায়ে শক্তি না থাকলেও আক্ষরিক অর্থেই ছুটছেন৷ শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে গিয়ে অন্যান্য এনজিওগুলোও টেকনিক্যাল পরামর্শের প্রয়োজনে তাঁর কাছেই ছোটেন৷

ময়ঙ্ক শেখর জানান, ছয়মাস বয়স থেকে তাঁর লড়াই শুরু৷ পোলিওতে আক্রান্ত হয়ে  পুরো ২ বছর হাসপাতালে পড়েছিলেন৷ বেঁচে থাকার কোনও লক্ষণ টের পাওয়া যেত না৷ ভাল করে তাকালে চোখের পাতার সামান্য নড়াচড়া টের পাওয়া যেত৷ দুই বছর পরে যখন হাসপাতাল থেকে ছাড়া পান, তখনও বিছানা থেকে ওঠার সুযোগ ছিল না৷ ডান পায়ের হাঁটু ভাজ করতে পারলেও বাঁ পা-টা না থাকারই মত৷ সে আর ঠিক হয়নি৷

তিনি ২০০৮ সালে বিহার থেকে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে শিলচর এনআইটিতে বি-টেক করেন৷ ২০০৮-১২ ব্যাচ৷ ২০১২-১৪ সালে তেজপুরে করেন এম-টেক৷ সব জায়গাতেই বন্ধুদের পাশে পেয়েছেন৷ কিন্তু এমনটা আর কয়জনের ভাগ্যে জোটে! তাঁর আক্ষেপ, যাদের প্রকৃতই সাহায্যের প্রয়োজন, তাঁদের সবাই ধুরধুর-ই করেন৷ এই অবস্থার পরিবর্তন চান তিনি৷ তাই দুস্থ পরিবারের প্রতিবন্ধীরাই তাঁর টার্গেট৷ বলেন, “অনেক প্রতিবন্ধী নিজেদের অধিকার, সুযোগসুবিধা সম্পর্কে সচেতন নন৷ তাদের প্রয়োজনীয় তথ্য জানাতে আমি সব সময় প্রস্তুত রয়েছি৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker