NE UpdatesHappeningsBreaking News

পাহাড় লাইনে বিপর্যয় কাটছে না, সুড়ঙে জল, সরছে ট্র্যাকের তলার পাথর

ওয়েটুবরাক, ২ মে : ডিমা হাসাও জেলায় অঝোর বর্ষণ উদ্বেগ বাড়াচ্ছে বরাক উপত্যকা, ত্রিপুরা এবং মিজোরামে৷ গত কিছুদিন ধরেই পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ৷ কাজকর্ম গুটিয়ে এনে বুধবারই রেলকর্তারা সিদ্ধান্ত জানিয়েছিলেন, সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত পাহাড়ে ট্রেন চালানো হবে না৷ প্রথমে কিছুদিন এমন ভাবে ট্রেনের সূচি স্থির করা হবে যাতে রাতে পাহাড় লাইনে ট্রেন না থাকে৷ দিনেরবেলায় ওই পথ পেরিয়ে যাবে৷ কিন্তু বুধবার রাতের বৃষ্টি সব পরিকল্পনায় জল ঢেলে দেয়৷ ১৪ নং ব্রডগেজ সুড়ঙের ভেতরে প্রচুর জল জমে গিয়েছে৷ স্থানে স্থানে পাহাড় থেকে নামা জলধারা ট্র্রাকের তলার পাথর ধুয়েমুছে নিয়ে গিয়েছে৷ বেশ কিছু অংশে ট্র্যাক শূন্যে ঝুলছে৷

Rananuj

রেলকর্তারা ঝেড়ে না কাশলেও পাহাড়ে বৃষ্টি পড়া না থামলে যে এত বড় কাজ শেষ করা মুশকিল, তা অভিজ্ঞতার নিরিখে অনেকেই বলাবলি করছেন৷ এমন মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে এবং সঙ্গে এত ঝড় থাকছে যে কর্মীদের পক্ষে কাজে নামাই সম্ভব হয় না৷

ও দিকে, মেঘালয় সড়কেও অনিশ্চয়তা তীব্রতর৷ গাড়ি চলাচল অধিকাংশ সময় বন্ধ থাকছে৷ এর দরুন পণ্যসঙ্কটেরও আশঙ্কা করছেন অনেকে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker