NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
পাসপোর্ট হারিয়েছে? সত্যতা জানতে ইউক্রেনের দূতাবাসে চিঠি পাঠাচ্ছে পুলিশ
ওয়েটুবরাক, ২২ এপ্রিল : বদরপুর রেলস্টেশনে ধৃত ইউক্রেনের দুই নাগরিক পুলিশকে জানিয়েছেন, ফেব্রুয়ারিতে তারা ভারত ভ্রমণে এসেছেন৷ দিল্লি, কলকাতা সহ আরও কিছু জায়গা ঘুরে আগরতলায় যান৷ সেখানে তাদের সমস্ত নথিপত্র খোয়া গিয়েছে৷
করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া জানান, দিল্লিস্থিত ইউক্রেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷ আদৌ তাদের পাসপোর্ট-ভিসা ছিল কিনা, তা জানাতে বলা হয়েছে৷ পাশাপাশি তাদের কোনও নথি হারিয়েছে কিনা, সেখানকার কোনও থানায় অভিযোগ জানানো হয়েছিল কিনা, সে সব প্রশ্ন উল্লেখ করে ত্রিপুরা পুলিশকে চিঠি পাঠানো হয়েছে৷ বিষয়টি আসাম পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদেরও জানানো হয়েছে, বললেন পদ্মনাভ৷ তাঁর কথায়, পুলিশকে মিথ্যা বলার প্রমাণ মিললে অতিরিক্ত ধারা যুক্ত হবে৷
করিমগঞ্জ জেলায় প্রায়ই বাংলাদেশি ধরা পড়ে৷ অবৈধ উপায়ে প্রবেশের অভিযোগে গ্রেফতার হয়েছে মায়ানমারের বহু নাগরিক৷ ঘানা এবং নাইজেরিয়ারও কয়েকজন ধরা পড়ে জেলে দিন কাটিয়েছেন৷ কিন্তু এর আগে কখনও
ইউক্রেনের নাগরিক গ্রেফতারের কথা কেউ মনে করতে পারছেন না৷