India & World UpdatesHappeningsBreaking News
পার্থকে মন্ত্রিসভা থেকে সরালেন মমতা, দল থেকেও সাসপেন্ড
ওয়েটুবরাক, ২৮ জুলাই : পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে শিল্প, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং পরিষদীয় দফতর ছিল। আপাতত সব কটি দফতরই নিজের হাতে রাখছেন মুখ্যমন্ত্রী। তবে শীঘ্রই নতুন করে মন্ত্রিসভা গঠন করবেন বলে বণিক সমাজের বৈঠকে মমতা জানান।
বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকেও সাসপেন্ড করল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিষেক বলেন, ‘‘তদন্ত যতদিন না শেষ হবে, ততদিন পার্থ চট্টোপাধ্যায় দল থেকে সাসপেন্ড থাকবেন। উনি আইনের চোখে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারলে তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’
West Bengal | Huge amount of cash recovered from the residence of Arpita Mukherjee, a close aide of West Bengal Minister Partha Chatterjee, at Belgharia Town Club. Rs 40 Crores counted so far, further recovery of money is expected#SscScam #WestBengalSSCscam #ParthaChatterjee pic.twitter.com/9zXSypJLcW
— Tulika4AAP (@Tulika4AAP) July 27, 2022
এরই পাশাপাশি অভিষেক জানিয়ে দিয়েছেন, দুর্নীতির সঙ্গে আপস করার কোনও প্রশ্ন ওঠে না। তাঁর কথায়, ‘‘এই বিষয়ে আমরা জিরো টলারেন্সে বিশ্বাসী!’’ তিনি বলেন, ‘‘এই টাকার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দলের টাকা হলে তো তা দলীয় দফতর থেকে উদ্ধার করা হত! তা তো হয়নি! ওই টাকা উদ্ধার হয়েছে ব্যক্তিবিশেষের বাড়ি থেকে।’’
সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যের কথায়, পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণ করে এই অন্যায় ঢাকা যাবে না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, পার্থ চট্টোপাধ্যায়কে বলির পাঁঠা করা হল৷
দল থেকে সাসপেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে পার্থের মহাসচিব পদ-সহ অন্যান্য সব পদ চলে গেল। পার্থ দলের মোট পাঁচটি পদে ছিলেন। ফলে তিনি এখন আপাতত ‘তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক’ হিসেবেই থাকবেন।অভিষেক বলেন, এখন তৃণমূলে কোনও মহাসচিব নেই। সব সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।