Barak UpdatesHappeningsBreaking News
পারসা মেধা তালিকায়! অবাক বাবা
৬ জুন: মেধা তালিকায় স্থান করে নেওয়ার ব্যাপারে এতটা নিশ্চিত ছিল না শিলচর কলেজিয়েট স্কুলের ছাত্রী পারসা তাসনিম বড়ভুইয়া৷ তবে ক্লাশে বরাবর ফার্স্ট হওয়ার সুবাদে একটা আশাও মনে পোষণ করত সে৷ সে জন্য পরীক্ষার আগের তিনমাস নাওয়া-খাওয়া প্রায় ভুলেই গিয়েছিল৷ এরই ফল পেয়েছে পারসা৷ তার কাছে বড় প্রাপ্তি, মা-বাবাকে সে বিস্মিত করতে সক্ষম হয়েছে৷ মেয়ে রাজ্যে দশম তথা বরাকে দ্বিতীয় হয়েছে জেনে অবাক তারা৷ বললেন, ‘কী খুশি হয়েছি, বলে বোঝানো যাবে না৷’ বাবা আফতাউর রহমান বড়ভুইয়া শিলচর নিয়ন্ত্রিত বাজার সমিতির বাজার পরিদর্শক৷ মা আনোয়ারা বেগম লস্কর গৃহবধূ৷ মেয়ের মেধার ব্যাপারে দুজনই আস্থাশীল৷ তবু লালার জষ্ণাবাদে যে মূল বাড়ি তাদের৷ গ্রামের মেয়ে বলে লড়াইটা সহজ ছিল না৷
তবে পারসা যে স্থান লাভ করবে, এ বিষয়ে নিশ্চিত ছিলেন তার স্কুলশিক্ষকরা৷ অধ্যক্ষা মন্দিরা দাশগুপ্ত বলেন, তার ক্লাশটিচার সহ সব শিক্ষকরা বলতেন, পারসা স্কুলের মান বাড়াবে৷ বাড়িয়েছেও৷ এ বার তো বরাকে মাত্র দুজন স্থানাধিকারী৷ তাই সে শুধু স্কুল নয়, গোটা অঞ্চলের মর্যাদা ধরে রাখল৷
পারসা জানায়, বড় হয়ে সে ডাক্তার হতে চায়৷ এ শুধু দশম হয়েছে বলে নয়, আগে থেকেই তার ইচ্ছে ছিল, ডাক্তার হবে৷ এ বার করোনা সে ইচ্ছাটাকে আরও বাড়িয়ে দিয়েছে৷
Also Read: Silchar Collegiate School scores again, got 10th rank, 391 letters