NE UpdatesHappeningsBreaking News
পারমিটহীনদেরই বিতাড়িত করা হয়েছে, দাবি কেএসইউর
ওয়েটুবরাক, ২৫ ফেব্রুয়ারি: শিলঙে অনুমতিপত্র পরীক্ষা করেই ১৭০ জন শ্রমিককে রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে, দাবি খাসি ছাত্র সংগঠনের। আইআইএমের এক নির্মাণকার্যের জন্য আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড থেকে আনা হয়েছে শ্রমিকদের। কেএসইউর বক্তব্য, মেঘালয়ে বহিরাগতদের কর্মসূত্রে থাকতে হলে শ্রম দফতরের তরফে ওয়ার্ক পারমিট দেওয়া হয়। খাসি ছাত্র সংগঠনের সদস্যরা ১৭০ জনকে পেয়েছে পারমিটহীন৷ ওইসব শ্রমিককে চিহ্নিত করার পরে পুলিশই চারটি বাস ও দুটি গাড়িতে শ্রমিকদের গুয়াহাটিতে পাঠিয়ে দিয়েছে।
খাসি ছাত্র সংগঠন জানিয়েছে, রাজ্যে এ ভাবে অবৈধ, বহিরাগত শ্রমিকদের আগমন চলবে না। অনেকে পরিবার নিয়ে এসেছিল। আচমকা তাদের তাড়িয়ে দেওয়ায় শিশুসন্তানদের নিয়ে অনেককে দুর্ভোগ পোহাতে হয়৷