Barak UpdatesHappeningsBreaking News
পাথারকান্দিতে পুলিশের গুলিতে জখম ড্রাগস মাফিয়া
ওয়েটুবরাক, ২৪ জুলাই : রাজ্যের ড্রাগসবিরোধী অভিযানে বরাক উপত্যকায় প্রথম পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটল শনিবার সন্ধ্যায়, পাথারকান্দিতে৷ পুলিশের গুলিতে গুরুতর আহত এক ড্রাগস পাচারকারী৷ তার নাম কাওসার আহমদ। বাড়ি পাথারকান্দি থানাধীন বাংলাটিলায়৷ তাকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷
করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সাদা পোশাকে পাথারকান্দি থানাধীন লক্ষীপুর এলাকার পুরান চান্দপুরে হানা দেয়৷ দুপক্ষের মধ্যে ড্রাগসের আদান প্রদান চলছিল তখন৷ পুলিশ এদের পাকড়াও করতে চাইলে চারজন মিলে এক কনস্টেবলের পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করে৷ পুলিশ প্রথমে শূন্যে এক রাউন্ড গুলি ছোঁড়ে। এর পরও পাচারকারীরা পুলিশের দিকে তেড়ে যায়৷
পুলিশ সুপারের কথায়, বাধ্য হয়ে তখন কনস্টেবলরা এদের উপর দুই রাউন্ড গুলি চালান৷ এতেই কাওসার আহমদের পায়ে গুলি লাগে৷ সে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে। বাকিরা পালিয়ে যায়৷ এই ঘটনায় পুলিশের দুই কনস্টেবলও আহত হন বলে পুলিশ সুপার জানান। আহত ড্রাগস পাচারকারীকে শিলচর মেডিক্যাল কলেজে এবং আহত দুই পুলিশ কনস্টেবলকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধৃতের কাছ থেকে ৭২ গ্রাম ড্রাগস উদ্ধার করেছে।