Barak UpdatesHappeningsBreaking News
পাঁচ মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় , বরাক ব্রাত্য থাকায় বিস্মিত বরাকবঙ্গ
ওয়েটুবরাক, ২২ নভেম্বর : রাজ্য সরকার অসমের পাঁচটি মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বরাক উপত্যকা ও বড়োভূমি ব্রাত্য থাকায় বিস্ময় ব্যক্ত করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন । সংগঠনের অভিমত, শিক্ষা বিভাগের তরফে মহাবিদ্যালয় উন্নীতকরণের তালিকা চূড়ান্ত করার সময় গোটা অসমের ভৌগোলিক পরিসরকে বিবেচনায় আনা উচিত ছিল। ঘোষিত তালিকায় আঞ্চলিক বৈষম্যের ছায়া প্রচ্ছন্নভাবে দেখা যাচ্ছে।
বরাকবঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত বলেন, রাজ্যের ঐতিহ্যমণ্ডিত মহাবিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয় স্তরে নিয়ে যাওয়ার সরকারি প্রয়াস অভিনন্দনযোগ্য । কিন্তু এক্ষেত্রে তালিকা তৈরি সময় সমন্বিত চিন্তা খুব জরুরি ছিল। বরাক উপত্যকার কিছু মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করার সম্ভাব্যতা বিবেচনা করা যেত । এসবের উপযুক্ত পরিকাঠামোও রয়েছে। আগামীতে বিষয়টি সরকারি কর্ম পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে বলে সাধারণ সম্পাদক দত্ত আশা ব্যক্ত করেছেন।
বরাক বঙ্গের সাধারণ সম্পাদক দত্ত এও বলেছেন , বরাক উপত্যকার তিন জেলার ঐতিহ্যমণ্ডিত মহাবিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর পর্যায়ে ক্লাস শুরু করার দীর্ঘদিনের প্রস্তাব বাস্তবায়িত করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে । এ সম্পর্কে আসাম বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা দফতরকে সময়ের দাবি মেনে সদর্থক পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। অতীতে এ সম্পর্কিত প্রস্তাবসমূহ উপযুক্ত পর্যায়ে গুরুত্ব না দেওয়ায় খেদ ব্যক্ত করে দত্ত বলেছেন, শিক্ষাদানের বিষয়টিকে বৃহত্তর পরিসরে এনে দেখা উচিত। গোটা রাজ্যে যেখানে উচ্চশিক্ষার চিত্রপটে ব্যাপক পরিবর্তন ঘটছে সেখানে বরাক উপত্যকা মুখ ফিরিয়ে থাকবে কেন, প্রশ্ন তুলেছেন দত্ত।