NE UpdatesBarak UpdatesHappenings
পাঁচ দফা দাবি আদায়ে রেলওয়ে এমপ্লয়িজদের ধরনা
ওয়েটুবরাক, ১৮ জুনঃ পাঁচ দফা দাবি আদায়ে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের শিলচর শাখা গত ১৫ জুন থেকে প্রতিটি কার্যালয়ে ধরনা কার্যসূচি পালন করছে। চলবে ২১ জুন পর্যন্ত। গতকাল বৃহস্পতিবারও শিলচর-জিরিবাম নির্মাণ কার্যালয়, ভৈরবী-সাইরাং নির্মাণ কার্যালয়, রেলওয়ে স্টেশন, রেলওয়ে কোচিং ডিপোতে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত ধরনা প্রদর্শন করা হয়। ধরনা চলাকালে বক্তব্য রাখেন এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তথা শিলচর শাখার সম্পাদক কল্যাণ নাথ।
তিনি দাবিদাওয়ার উল্লেখ করে বলেন, অবিলম্বে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ১ জুলাই পর্যন্ত ফ্রিজ করে রাখা রেলশ্রমিক ও পেনশনারদের বকেয়া টাকা এরিয়ার সহ প্রদান করা, সপ্তম পে কমিশনের ভুলত্রুটিগুলি অবিলম্বে সংশোধন করা, রেলওয়ের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিমালিকদের কাছে বিক্রির যে চেষ্টা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে তিনি রেলওয়েতে কর্মরত প্রত্যেক কর্মী ও পেনশনার এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে করোনার টিকাদানের ব্যবস্থা করতেও আর্জি জানান। এই ধরনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরুণ মাহাতো, রবি বোস, গৌরাঙ্গমোহন দাস, ভজন সরকার, সুদীপ নাথ প্রমুখ।