NE UpdatesHappeningsBreaking News
পশ্চিম ত্রিপুরার জেলাশাসককে বরখাস্তের দাবিতে ধরনায় বিজেপি বিধায়ক, ‘নিগৃহীত’ ওসির এফআইআর
ওয়েটুবরাক, ২৮ এপ্রিলঃ বিবাহভবন কাণ্ডে জেলাশাসক শৈলেশকুমার যাদবকে সাসপেনশনের দাবিতে ত্রিপুরা সরগরম। কংগ্রেস, সিপিএম, তিপ্রা মথা সহ বিভিন্ন বিরোধী দল চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে। তবে সরকারকে বেকায়দায় ফেলেছেন বিজেপি বিধায়ক আশিস দাস। তিনি বেশ কয়েকজন অনুগামীকে নিয়ে আগরতলায় গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসেছেন। রাজ্য সরকার দুই আইএসএস অফিসারকে দিয়ে তদন্ত কমিটি গঠনের বাইরে এ পর্যন্ত কিছুই করেনি।
এ দিকে, আজ শৈলেশ যাদবের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা করেছেন পূর্ব আগরতলা থানার ওসি সরোজ ভট্টাচার্য। মাণিক্য কোর্ট তাঁর এলাকায় না পড়লেও জেলাশাসক গিয়েছেন শুনে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তিনি যে সেখানকার ওসি নন, তা জানানোর পরও শৈলেশবাবু তাঁকে অপদস্ত করেছেন। পোশাক পরা অবস্থায় তাঁকে শারীরিক নিগ্রহ করেছেন বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি।