Barak UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গে রক্তদাতা রাজ্য সম্মেলনে সংবর্ধিত বরাকের মনোজ পাল ও সব্যসাচী রুদ্রগুপ্ত
![](https://way2barak.com/wp-content/uploads/2025/01/GridArt_20250129_005126783.jpg)
ওয়ে টু বরাক, ২৮ জানুয়ারি : স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও সবল এবং গতিশীল করার লক্ষ্যে রক্তদান আন্দোলনের সাথে যুক্ত সমাজসেবীদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি’র রাজ্য সম্মেলন সম্পন্ন হল। গীতাঞ্জলি অডিটোরিয়াম, বোলপুর, বীরভূমে ১৭, ১৮ এবং ১৯ জানুয়ারি বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, প্রত্যাশা তোমার আমার সবার এবং শহিদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি সহ আরও অনেক হিতৈষী সংস্থা এই মহৎ সম্মেলনটি যথাযথভাবে আয়োজন করে। প্রাণবন্ত এই মহাসম্মেলনে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ৩৭২ জন প্রতিনিধি, দেশের অন্যান্য রাজ্যের প্রতিনিধি এবং পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক, ডাক্তার, শিক্ষক, গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।
বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল এবং কাছাড় জেলা সম্পাদক তথা লায়ন্স ক্লাবের রিজিয়ন চেয়ারপার্সন সব্যসাচী রুদ্রগুপ্ত অসমের প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগদান করেন। এছাড়াও উত্তরাখণ্ড থেকে এসেছিলেন অনিল ভার্মা, জামশেদপুর থেকে সুবীর কুন্ডু ও রিনা কুন্ডু, ত্রিপুরা থেকে প্রণব বণিক প্রমুখ। ড.মনোজ কুমার পাল ও সব্যসাচী রুদ্রগুপ্ত রক্তদান আন্দোলনে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ভূমিকার ওপর বিস্তারিত আলোকপাত করেন। সব্যসাচী মানব কল্যাণে লায়ন্স ক্লাবের রক্তদান আন্দোলন সম্পর্কেও তাঁর বক্তব্যে তুলে ধরেন। তাদের দুজনকেই রাজ্য সম্মেলনে বিপুলভাবে সংবর্ধিত করা হয়।
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি’র সাধারণ সম্পাদক কবি ঘোষ জানিয়েছেন, সম্মেলনে নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা হয়েছে এবং দাবি গ্রহণ হয়েছে। ১) ভারতের যথাযথ রক্ত ব্যবস্থাপনার জন্য একটি ব্লাড অ্যাক্ট (রক্ত আইন) প্রণয়ণ করতে হবে। ২) স্বেচ্ছা রক্তদাতাদের টিফিন ভাতা ১০০ টাকা করতে হবে। ৩) ব্লাড ট্রান্সফিউশন সিস্টেমকে শক্তিশালী করতে হেমোভিজিল্যান্স, ডোনার ভিজিল্যান্স এবং স্বেচ্ছা রক্তদান এবং রাজ্য রক্ত সঞ্চালন পর্যদের ভূমিকা আরও সদর্থক করতে হবে। ৪) প্রতিটি রক্তদাতাকে সম্মান জানিয়ে পুনরায় মেটাল ব্যাজ প্রদান করতে হবে। ৫) থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট সুদৃঢ় করতে হবে। তিনি আরও জানান, ২০২৪ সালে রাজ্যের ২৩টি জেলায় সহযোগী সংগঠন সমূহের একত্রিত ২১৪৩টি রক্তদান শিবির থেকে সংগ্রহ হয়েছে ১,০১,২৮৯ ইউনিট। ২০২৫ সালে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ২২৫০টি শিবির থেকে ১, ৫০,০০০ ইউনিট রক্ত সংগ্রহ।
১৮ তারিখ বোলপুর শহরে ‘রক্তের জন্য হাঁটুন’ শীর্ষক বিশাল বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। ৭০০’র অধিক মানুষের অংশগ্রহণ ছিল ওইদিন। সম্মেলনের উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি পদ্মশ্রী ডাঃ অরুণোদয় মণ্ডল। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল সেখ (কাজল), হেলথ সার্ভিস পশ্চিমবঙ্গের ডিরেক্টর ডাঃ স্বপন সরেন, ডিরেক্টর (রক্ত সঞ্চালন পর্ষদ) ডাঃ অশ্বিনী কুমার মাঝি, ডেপুটি ডিরেক্টর (রক্ত সঞ্চালন পর্ষদ) ডাঃ বিজয় প্রসাদ মুখার্জি, জোনাল ম্যালেরিয়া অফিসার এবং ডাব্লুবিভিবিডিএস-এর উপদেষ্টা ডাঃ কাজলকৃষ্ণ বনিক, সিএমওএইচ বীরভূম ডাঃ হিমাদ্রি আড়ি , সিএমওএইচ রামপুরহাট স্বাস্থ্য জেলা ডাঃ শোভন দে, অনুপ্রেরণ রক্তদান ভারত এর সভাপতি ডাঃ সুজিত সরকার, ডেপুটি সিএমওএইচ পূর্ব বর্ধমান ডাঃ সুবর্ণ গোস্বামী, রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমওআইসি ডাঃ মলয় কান্তি দাস, ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস বিভাগ এর সহঅধিকর্তা (ভিবিডি) স্মরজিৎ রায় প্রমুখ। এছাড়াও রক্তদান আন্দোলনের সাথে যুক্ত দেশের অন্যান্য রাজ্যের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সম্মেলন চলাকালীন ১৫ জন শততম রক্তদাতা প্রতিনিধিকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়।