NE UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর হিংসা, আসাম থেকে রাষ্ট্রপতিকে স্মারকপত্র
ওয়েটুবরাক, ২৫ মেঃ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে হিংসা-হানাহানি বেড়ে গিয়েছে। এই অভিযোগ করে সচেতন নাগরিক মঞ্চ, আসামের পক্ষ থেকে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে একটি স্মারকপত্র পাঠানো হয়। তাতে তাঁরা বলেন, নির্বাচনোত্তর হিংসায় সে রাজ্যে ২৩জন প্রাণ হারিয়েছেন। চারজন মহিলা ধর্ষিতা হয়েছেন। অনেককে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। নারী-পুরুষ মিলিয়ে জখম হয়েছেন অন্তত সত্তর হাজার মানুষ।
বাড়িঘর ছেড়ে এই সময়ে ৬৭৭৯ জন ৬৭৯টি শিবিরে রয়েছেন। তাঁরা নিজেদের বাড়িঘরে থাকতে পারছেন না। একাংশ আবার চলে এসেছেন আসামে। পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। তাতে উদ্বিগ্ন সচেতন নাগরিক মঞ্চ। তাঁরা আসামের রাজ্যপাল জগদীশ মুখির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন জানান, তিনি যাতে পশ্চিমবঙ্গ সরকারকে বিদ্বেষমূলক কার্যকলাপ বন্ধ করতে নির্দেশ দেন। পাশাপাশি আসাম সহ বিভিন্ন আশ্রয় শিবিরে যারা রয়েছেন, তাঁদের বাড়িঘরে ফেরানোর ব্যাপারে সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে।