India & World UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গেও করোনা বিধি, ৫ ঘণ্টা খোলা থাকছে বাজার
৩০ এপ্রিল : ভোট শেষ, এ বার করোনা সংক্রমণ রুখতে নিয়ন্ত্রণবিধি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার থেকেই লাগু হল নয়া নির্দেশিকা। এতে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, জিম, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স। বন্ধ রাখতে হবে রেস্তোঁরাও। নিষিদ্ধ হল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জমায়েত। পরবর্তী নির্দেশিকার আগে বিয়েবাড়িও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যেকদিন বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা ও বিকেলে ৩টে থেকে ৫টা পর্যন্ত। অর্থাৎ এবার থেকে রোজ পাঁচ ঘন্টা করে বাজার-হাট খোলা থাকবে। তবে, জরুরি পরিষেবা ও সামগ্রীর দোকান খোলা থাকবে। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ, ওষুধ, মুদিখানা। করোনায় দ্বিতীয় ঢেউতে বাংলাজুড়ে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত। দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার ফের নীতিগতভাবে লকডাউন লাগুর বিরোধী। তাই নিয়ন্ত্রণবিধি জোরদার করে আপাতত সেমি লকডাউন বলবতের পথে হাঁটল নবান্ন।
আগেই গণনার দিনের আগে বা পরে রাজনৈতিক দলগুলোর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। বিধি ভাঙলে দোষীদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও নির্দেশিকায় হুঁশিয়ারির উল্লেখ রয়েছে।