NE UpdatesHappeningsBreaking News
পর্যবেক্ষকের সামনে শ্লোগান উঠল, ‘বিপ্লব হটাও, ত্রিপুরা বাঁচাও’
৭ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সুর চড়ছে৷ ত্রিপুরায় গিয়ে তা ভালভাবেই টের পেলেন বিজেপির নতুন পর্যবেক্ষক বিনোদ সোনকর। আগরতলায় তাঁকে বারবার শুনতে হয়েছে, ‘বিপ্লব হটাও, ত্রিপুরা বাঁচাও’৷
রবিবার সকালে একদল বিধায়ক বিপ্লববিরোধী পরিচয়েই আলাদাভাবে বিনোদ সোনকরের সঙ্গে কথা বলেন। ছিলেন বিরোধী গোষ্ঠীর কয়েকজন বিজেপি কর্মকর্তাও৷ সভা সেরে বেরিয়েই তাঁরা সংবাদমাধ্যমকে খোলামেলা বলেন, “জানিয়ে এসেছি, বিপ্লবকুমার দেবের জন্য রাজ্যের মানুষের আস্থা হারাচ্ছে বিজেপি।” ত্রিপুরাকে বাঁচাতে সর্বভারতীয় কর্মকর্তারা শীঘ্র সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদী বিধায়কদল।
প্রভারি বিনোদ সোনকর অবশ্য এ সব ব্যাপারকে দলীয় কোন্দল বলতে নারাজ৷ তিনি বলেন, বিজেপিতে সকলের কথা বলার সুযোগ রয়েছে। নেতৃত্ব সকলের কথা শোনেন৷ একে কোন্দল বা দুর্বলতার বদলে সাংগঠনিক গণতন্ত্র বলে উল্লেখ করেন তিনি৷