Barak UpdatesHappeningsBreaking News
পরীক্ষা : রবিবার শিলচরে চলবে শুধু যাত্রীবাহী যান, বাকি সব নিষিদ্ধ
ওয়েটুবরাক, ২৮ আগস্ট : আগামীকাল রবিবার রাজ্য সরকারের নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে শিলচর শহরে যাত্রীবাহী যান ছাড়া সব ধরনের যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহনকুমার ঝা এক আদেশে রবিবার ভোর চারটা থেকে বিকেল তিনটা পর্যন্ত শহরে ভারী যানবাহন, বাণিজ্যিক যানবাহন, মালবাহী ট্রাক, ঠেলাগাড়ি ইত্যাদির চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন।
শহরের প্রবেশমুখ রংপুর পয়েন্ট, ইঅ্যানডি কলোনি, চিরুকান্দি, আইএসবিটি, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, নাগাটিলা ইত্যাদি পয়েন্টে যাত্রীবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন আটকানো হবে। এছাড়া, ডিসি অফিস থেকে ডিএফও অফিস অর্থাৎ সদর পোস্ট অফিস সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জেলাশাসকের এই আদেশে কাটিগড়া, গুমড়া, কালাইনের দিক থেকে আসা যাত্রীবাহী যান ছাড়া অন্যান্য গাড়িগুলিও শহরের প্রবেশমুখে আটকানো হবে।
এদিকে, জেলার সব কয়টি পরীক্ষা কেন্দ্রে ফৌজদারী দন্ডবিধির ১৪৪ ধারা বলবৎ করে এর অধীনে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে পরীক্ষার্থী এবং ইনভিজিলেটার এবং কর্তব্যরত আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মী ছাড়া পরীক্ষা কেন্দ্রগুলিতে কেউ প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে কোনও ধরনের ইলেকট্রনিক গেজেট ব্যবহার করা যাবে না।