Barak UpdatesHappeningsBreaking News

পরীক্ষায় উত্তীর্ণ, শিলচর-বদরপুর রুটে চলল ইলেকট্রিক ইঞ্জিন

ওয়েটুবরাক, অক্টোবর ১২ : উত্তর-পূর্ব সীমান্ত রেলের বদরপুর-শিলচর সেকশনে পরীক্ষামূলক ভাবে ইলেকট্রিক লোকোমোটিভ চালানো হল৷ বদরপুর থেকে ২৯ কিলোমিটার পাড়ি দিতে সময় লাগল দেড় ঘণ্টা৷ ২৫ মিনিট বিরতির পর ফের রওয়ানা হয় এবং সাফল্যের সঙ্গে বদরপুরে পৌঁছায়৷ ট্রাফিক ইন্সপেক্টর বিক্রমজিৎ নাথ এই ইলেকট্রিক ইঞ্জিনে সেকশন পরিদর্শন করেন৷ এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হবে৷ এর পরেই হবে পদস্থ রেলকর্তাদের পরিদর্শন৷

Rananuj

বদরপুর হয়ে লামডিং-শিলচর অংশে ইলেকট্রিক ইঞ্জিন চালানোর জন্য বেশ কিছুদিন ধরে কাজ চলছে৷ বিভাগীয় সূত্রে জানা গিয়েছে, বদরপুর স্টেশন এবং কাছাকাছি এলাকায় এখনও কাজ শেষ হয়নি৷ বাকি পুরোটাতেই লাইন টানা সহ যাবতীয় কাজ শেষ৷ তাদের আশা, কিছুদিনের মধ্যে বদরপুরের কাজও শেষ হয়ে যাবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker