Barak UpdatesHappeningsBreaking News
পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের বৃক্ষরোপণ
ওয়েটুবরাক, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শনিবার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে শিলচর শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। কোভিড প্রটোকল মেনে বিভিন্ন দলে ভাগ হয়ে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে চারাগাছ হাতে শিল্পীরা যান মিশন রোড, শ্মশান রোড, সুভাষ নগর, নেতাজি সুভাষ অ্যাভেন্যু ও মেহেরপুর অঞ্চলে।
সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ বেশ কয়েক বছর ধরে ঘটা করে পরিবেশ দিবস পালন করে। হয় নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডও। তবে করোনার ভয়াবহতার দরুন দুই বছর ধরে কোনও অনুষ্ঠানের সম্ভব হচ্ছে না। তবু তাঁরা সীমিত পরিসরে পরিবেশ-প্রকৃতিকে বাঁচিয়ে রাখার বার্তা ছড়িয়ে দেন।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঞ্চের সহ-সভাপতি শেখর দেবরায়, সাধারণ সম্পাদক অজয়কুমার রায়, সুবীর ভট্টাচার্য, জয়দীপ চক্রবর্তী, সায়ন রায় কুটন, প্রীতম দও, শুভ্রাংশু পাল ও দেবরাজ ভট্টাচার্য। তাঁরা আবেদন জানান, শুধু আজকের দিন নয়, প্রতিদিনই যাতে আমরা পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করি।