India & World UpdatesHappeningsBreaking News
পরশুরাম থেকে পোরবন্দর, ফের ভারত জোড়ো যাত্রার পরিকল্পনা রাহুলের
ওয়েটুবরাক, ২২ জুলাই : গত বছরের মতো এ বছরও সেপ্টেম্বর মাস থেকে ‘ভারত জোড়ো’ শুরুর পরিকল্পনা করা হচ্ছে। সেই সময় দেশ জুড়ে নরেন্দ্র মোদির সরকার তথা বিজেপির বিরুদ্ধে হাওয়া তুলতে দ্বিতীয় দফার ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করতে চাইছেন রাহুল।
প্রথম ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু হয়েছিল দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে। শেষ হয়েছিল উত্তরের শ্রীনগরে। প্রায় পাঁচ মাস ধরে চার হাজার কিলোমিটার যাত্রা চলেছিল। এ বারের ভারত যাত্রা পূর্ব থেকে পশ্চিম ভারত পর্যন্ত চলবে। অরুণাচল প্রদেশের লোহিত জেলার পরশুরাম কুণ্ড থেকে শুরু হয়ে গুজরাটের পোরবন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মস্থলে যাত্রা শেষ করার পরিকল্পনা চলছে। এ বারও মোটামুটি পাঁচ মাস সময়ে তিন হাজার কিলোমিটারের বেশি যাত্রা চলবে।