NE UpdatesHappeningsBreaking News
পথ সুরক্ষার অভিযোগ জানাতে মোবাইল অ্যাপ চালু করলেন পরিমল
গুয়াহাটি, ১৪ অক্টোবর : পথ সুরক্ষা সচেতনতার জন্য রাজ্যের পরিবহণ বিভাগ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। নাগরিকরা এই অ্যাপের মাধ্যমে পথ সুরক্ষা সংক্রান্ত অভিযোগ রেজিস্টার করতে পারবেন। শনিবার গুয়াহাটির খানাপাড়ার পরিবহন ভবনে পথঃ সুরক্ষা সহযোগী নামের অ্যাপটি চালু করেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পথ সুরক্ষা সংক্রান্ত অভিযোগ গুলোর পাশাপাশি সংক্ষিপ্ত বিবরণ সহ ছোট্ট ভিডিও আপলোড করা যাবে।
এই সকল অভিযোগ গুলো পরীক্ষা করে সমাধানের চেষ্টা করবে পরিবহন বিভাগ। এই অনুষ্ঠানেই রাজ্য সরকার টাটা পাওয়ারের সঙ্গে মউ স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী টাটা পাওয়ার গুয়াহাটির দশটি গুরুত্বপূর্ণ স্থানে উন্নত মানের ইভি চার্জারের নেটওয়ার্ক স্থাপন করবে। আগামী দিনে বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহার বৃদ্ধি পাওয়ার দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
অন্যদিকে আসন্ন দুর্গাপূজায় কিভাবে দুর্ঘটনা রোধ করা যায় সে ব্যাপারেও নিজের মন্তব্য তুলে ধরেন মন্ত্রী শুক্লবৈদ্য। পরিবহন মন্ত্রী বলেন, এখন উৎসব হলেই একাংশ ব্যক্তি বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী সেবন করেন। মন্ত্রী প্রশ্ন তোলেন, পুজো হলেই কি মদ খেতে হবে? তিনি বলেন, পুজো হচ্ছে দুর্গাদেবীর আধ্যাত্মিক ভাবের আরাধনা করার উৎসব। বেশিরভাগ দুর্ঘটনা ঘটে সুরাপান করে গাড়ি চালানোর জন্য। একাংশ লোক প্রথমে নিজেই অত্যধিক পরিমাণে মদ খান, এরপর আবার নিজেই গাড়ি চালাতে শুরু করেন। এটি এক অদ্ভুত মানসিকতা বলে তিনি মন্তব্য করেন। সেজন্য পুজোর সময় যাতে মদ খেয়ে কেউ গাড়ি চালাতে না পারে, সেদিকে করা নজর রাখা হবে।