Barak UpdatesBreaking News
পঞ্চায়েত : বৃহস্পতিবার কাছাড়ে ৮টি, হাইলাকান্দিতে ৭৪টি, করিমগঞ্জে ৭টি মনোনয়ন জমা
১৫ নভেম্বর : পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় বৃহস্পতিবার সব মিলিয়ে ৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। কাছাড়ের জেলাশাসক ডাঃ এস লক্ষণন জানিয়েছেন, জেলায় এ দিন জেলা পরিষদ আসনে ১টি, গাঁও পঞ্চায়েত সভাপতি পদে ১টি এবং গাঁও পঞ্চায়েত সদস্য পদে ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে।
জেলার নির্বাচনের নমিনেশন সেলের ভারপ্রাপ্ত আধিকারিক পিবি রায় সূত্রে জানা গেছে, ২৫ নম্বর শিলচর পশ্চিম ১-ভজয়ন্তিপুরে পঞ্চায়েত সভাপতি পদে ১টি, বড়খলা দক্ষিণ কুমারপাড়া নিজজয়নগরে গাঁও পঞ্চায়েত সদস্যপদে ২টি, উধারবন্দ পশ্চিম গোঁসাইপুর দুর্গানগরে সদস্য পদে ৩টি, বড়খলা পূর্ব ১৩৫-বদরপুর মাসিমপুরে সদস্য পদে ১টি এবং উধারবন্দ দক্ষিণে আঞ্চলিক পঞ্চায়েত পদে এ দিন ১টি মনোনয়নপত্র জমা পড়েছে।
এ দিকে, পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়া পর্বে বৃহস্পতিবার হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে ৩টি, আলগাপুরে ৩টি এপি সদস্যপদে মনোনয়নপত্র জমা পড়েছে।
অন্যদিকে জিপি সভাপতি পদে হাইলাকান্দিতে ২টি, আলগাপুরে ২টি, লালায় ১টি, কাটলিছড়ায় ১টি মনোনয়নপত্র জমা পড়েছে । জিপি সদস্যপদে হাইলাকান্দি ব্লকে ২৭টি, আলগাপুর ব্লকে ২৩টি, লালা ব্লকে ১০টি, কাটলিছড়া ব্লকে ২টি মনোনয়নপত্র জমা পড়েছে। সবমিলিয়ে বৃহস্পতিবার জেলায় এপি সদস্য পদে ৬টি, জিপি সভাপতি পদে ৬টি এবং পঞ্চায়েত সদস্য পদে ৬২টি মনোনয়ন জমা পড়েছে বলে নোমিনেশন সেলের ইনচার্জ তথা ডিডিসি এফআর লস্কর জানিয়েছেন।
করিমগঞ্জ জেলায় এ দিন সব মিলিয়ে ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে জেলা পরিষদ আসনে কোনও মনোনয়ন জমা পড়েনি। জেলার কোনও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত সভাপতি পদেও কেউ মনোনয়ন পেশ করেননি। তবে গ্রাম পঞ্চায়েত সদস্য পদে এ দিন ৭টি মনোনয়ন জমা পড়েছে।