NE UpdatesHappeningsBreaking News
নতুন এসওপি, পুরোহিতের সঙ্গে স্বেচ্ছাসেবকদেরও করোনা টেস্ট বাধ্যতামূলক
১৩ অক্টোবরঃ দুর্গাপূজার জন্য আয়োজকদের জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। আসাম সরকার পুজো সংক্রান্ত নির্দেশিকা বা এসওপি প্রকাশ করে মঙ্গলবার এ কথা জানিয়ে দিয়েছে। রাজ্য সরকারের মুখপাত্র তথা স্বাস্থ্য,শিক্ষা, পূর্ত ও অর্থ দফতরের মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, যারাই পূজা করবেন, খোলামেলা মণ্ডপ তৈরি করতে হবে। প্রবেশ-প্রস্থানের পৃথক রাস্তা। পূজা কমিটির স্বেচ্ছাসেবক ও পুরোহিতকে পঞ্চমী ও বিসর্জনের করোনা টেস্ট করাতে হবে। পুরোহিতের সহযোগীদেরও একইভাবে টেস্ট করাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ দর্শনার্থীদের মণ্ডপে ঢোকার সময় মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। পুজো কমিটির স্বেচ্ছাসেবকদেরই সে দিকে খেয়াল রাখতে হবে। মণ্ডপে ঢোকার মুখে স্যানিটাইজার রাখতে পূজা কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, মণ্ডপ ও সংলগ্ন এলাকা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় স্যানিটাইজ করতে হবে।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, পূজামণ্ডপ রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে৷ রেস্টুরেন্ট রাত ৯টায় বন্ধ করে দিতে হবে৷ পুজোর তিনদিন এক মোটর সাইকেলে দুই পুরুষের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি হয়েছে৷
মন্ত্রী শর্মা জানিয়েছেন, আরতিতে আপত্তি নেই। কিন্তু কোনও ধরনের সাংস্কৃতিক কর্মসূচি বা প্রতিযোগিতা হতে পারবে না। এ ছাড়া, মণ্ডপে একসঙ্গে যেন বেশি মানুষ যেন না থাকে, সে দিকেও দৃষ্টি দিতে এসওপিতে বলা হয়েছে। কোন মণ্ডপে কত মানুষ থাকতে পারবে, তা নির্রভর করবে মণ্ডপের আয়তনের ওপর। তবে সর্বাবস্থায় দর্শনার্থীদের পারস্পরিক দূরত্বের ব্যাপারে গুরু্ত্ব দিতে আয়োজকদের বলা হয়েছে।
বিসর্জন একসঙ্গে হবে না। প্রতিমা নিয়ে কোনও শোভাযাত্রাও নয়। জেলা প্রশাসন ঠিক করে দেবে, কখন কোন মূর্তি বিসর্জনে যাবে। একদিনে না করে জেলা প্রশাসনকে দুই-তিনদিনে বিসর্জনের ব্যবস্থা করতে বলা হয়েছে।