Barak UpdatesHappeningsBreaking News
পজিটিভদের বাড়িতে রাখায় আপত্তি নেই মোহনের গলিতেও
৩ আগস্ট: পাড়ার যে কোনও ব্যক্তি কোভিড আক্রান্ত হলে, তিনি অন্যান্য সরকারি নিয়মকানুন মেনে নিজের বাড়িতেই থাকতে পারবেন। অম্বিকাপট্টির সুরেন্দ্র ধর লেন ডেভেলপমেন্ট কমিটি এই ব্যাপারে নিঃশর্ত আগাম অনুমোদন দিয়ে রেখেছে৷ পাড়ার প্রতিটি বাড়ির ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর বলে জানিয়েছেন কমিটির সম্পাদক জয়দীপ বিশ্বাস৷ তিনি বলেন, ডেভেলপমেন্ট কমিটির অন্যতম সদস্য অশোক সাহা ও রাজীব দাস উদ্যোগ নিয়ে এলাকায় সদর্থক জনমত গঠন করেন। সুরেন্দ্র ধর লেনের প্রতিটি বাসিন্দা খোলামনে এই প্রস্তাব সমর্থন করতে এগিয়ে আসেন।
শুধু তাই নয়, চোদ্দ দিনের অন্তরিনপর্বে কোভিড পজিটিভ রোগীর পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহেও ডেভেলপমেন্ট কমিটি সাহায্য করবে। কোভিড রোগীকে বাড়িতে রেখেই চিকিৎসা করাতে গেলে হাতের কাছেই অক্সিজেন সিলিন্ডার এবং পাল্স অক্সিমিটার থাকা আবশ্যক। এই ক্ষেত্রেও ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা সহায়তার হাত বাড়িয়ে দেবেন।
অশোকবাবু বলেন, ‘এমন একটি মানবিক পদক্ষেপ শুধু যে আমাদের পাড়ার বাসিন্দাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে তাই নয়, সমাজেও একটি শুভ বার্তা যাবে।’
রাজীববাবুর কথায়, ‘কোভিড রোগী এবং পরিবারের লোকজন নানান সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন। এই অসুস্থ প্রবণতার বিরুদ্ধেও আমাদের অবস্থান সাহায্য করবে। আমাদের লড়াইতো রোগের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে নয়।’
জয়দীপবাবু বলেন, “দেশ এবং রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে কাছাড় জেলাতেও কোভিড রোগীর সংখ্যা আশংকাজনকভাবে বাড়ছে। শিলচর মেডিক্যাল কলেজ, সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতাল এবং অস্থায়ী কোভিড কেয়ার সেন্টারগুলির উপর চাপ বাড়ছে। এবং স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা খুব সুবিধাজনক নয়। কোভিড থেকেও আমরা এখন হাসপাতালের হেনস্থাকে বেশি ভয় পাচ্ছি।”
উপসর্গহীন কোভিড পজিটিভ ব্যক্তি অনায়াসে নিজের বাড়িতে থেকেই সুস্থ হতে পারেন। প্রয়োজনে চিকিৎসাও চলতে পারে। তবে তার জন্য রোগীকে সরকারি নিয়মে বেশ কিছু শর্ত পালন করতে হয়। এরমধ্যে অন্যতম শর্ত হচ্ছে পাড়া-পড়শিরা যেন আপত্তি না করেন। এই প্রেক্ষাপটেই ‘মোহনের গলি’ নামে পরিচিত অম্বিকাপট্টির সুরেন্দ্র ধর লেনের ডেভেলপমেন্ট কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জয়দীপবাবু জানান৷