India & World UpdatesHappeningsBreaking News
পক থেকেই স্বাধীনতার আওয়াজ উঠবে, বললেন রাজনাথ
১৪ জুন: পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষও ভারতের সঙ্গে থাকার দাবি তুলবেন। খুব বেশি দেরি নয় এই দিন দেখার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমন মন্তব্যই করলেন রবিবার। তাঁর কথায়, পাক-অধিকৃত কাশ্মীরের অন্দর থেকেই এই স্বাধীনতার আওয়াজ উঠবে।
রবিবার ‘জম্মু ও কাশ্মীর জনসংবাদ র্যালি’-তে বক্তব্য রাখতে গিয়েই এই সুর চড়ালেন রাজনাথ সিং। দিল্লি থেকেই ইন্টারনেটের মাধ্যমে ভাষণ দিচ্ছিলেন তিনি।বর্ষীয়ান এই বিজেপি নেতা বলেন, একটু অপেক্ষা করুন। দেখবেন পরিস্থিতি কী দাঁড়ায়! পাক অধিকৃত কাশ্মীরের মানুষ আর পাকিস্তানের অধীনে থাকবেন না। আর যেদিন সেটা হবে, সেদিন আরেক লক্ষ্যে বাজিমাত করবে দেশ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরোক্ষভাবে ইসলামাবাদের উপর চাপ বাড়াতে এবার খানিকটা অন্য কৌশল নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি ইমরান খান সরকারকে বুঝিয়ে দিতে চেয়েছেন, শুধু ভারত পাক-অধিকৃত কাশ্মীরের অন্তর্ভুক্তি চায় না, সেখানকার মানুষও ভারতের সঙ্গে জুড়তে চান।