NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
নয়া নির্দেশ : ২০ জনকে নিয়ে এ বার বিয়েতে শুধু আচার-অনুষ্ঠান
৪ মে : এবার রাজ্যে বিয়ের অনুষ্ঠানে ২০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। আসামের নতুন কোভিড প্রটোকল অনুযায়ী মঙ্গলবার এ কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ৫ মে থেকে এই নতুন কোভিড বিধি কার্যকর হবে। নতুন নির্দেশনামায় বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র আচার অনুষ্ঠানই করা যাবে। বিয়ের আচার অনুষ্ঠানে ২০ জনের বেশি যোগ দিতে পারবেন না। এমনকি নতুন কোভিড নির্দেশিকায় বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনও ধরনের রিসেপশন পার্টি আয়োজন করা যাবে না।
এদিকে নির্দেশিকায় আরও বলা হয়েছে, সব ধরনের ধর্মীয় স্থানে যে কোনও সময় ৫ জনের বেশি একসঙ্গে উপস্থিত থাকতে পারবেন না। তাছাড়া কোনও মৃত ব্যক্তির শেষকৃত্য বা শ্রাদ্ধের অনুষ্ঠানেও ২০ জনের উপস্থিতি বেঁধে দেওয়া হয়েছে। সব ধরনের দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বেলা ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে নাইট কার্ফু শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। আগে নাইট কার্ফু রাত ৮টা থেকে শুরু করার আদেশ দেওয়া হয়েছিল। সন্ধ্যায় ৬টার পর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া কোনও যানবাহন রাস্তায় চলাচল করতে পারবে না।