Barak UpdatesHappeningsBreaking News
ন্যাশনাল হাইওয়ে মাতাবাড়ি কালিমন্দিরে চুরি, উদ্বেগ
ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বর : বৃহস্পতিবার রাতে শিলচর ন্যাশনাল হাইওয়ে মাতাবাড়ি কালি মন্দিরে সংঘটিত হয় দুর্ধর্ষ চুরির ঘটনা। চোরের দল মন্দিরের গর্ভগৃহের লোহার দরজা ভেঙে নিয়ে গেছে মন্দিরের সমস্ত কাসার বাসন, ঘট সহ টাকাপয়সা৷ এর মধ্যে প্রণামীর অর্থ সহ আরও কিছু নগদ অর্থ ছিল।
প্রাতঃভ্রমণে বেরনো স্থানীয় লোকরাই প্রথম বিষয়টি দেখেন৷ মন্দিরের দরজার তালা ভাঙা দেখেই তাঁদের সন্দেহ হয়। তাঁরা সঙ্গে সঙ্গে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা এসে দেখেন, সম্পূর্ণ গর্ভগৃহ একদম লণ্ডভণ্ড, মন্দিরের পূজার সামগ্রী ও প্রণামীর টাকা কিছুই নেই। তাঁরা রাঙ্গিরখাড়ি আউট পোস্টে খবর দেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত চলছে৷
কমিটির কর্মকর্তারা জানান, জনসাধারণের সহযোগিতায় মন্দিরটি বানানো হয়েছে। স্থায়ী কালিমন্দির সহ এই স্থানে গত 27 বছর ধরে প্রতি বছর দুর্গা পূজাও হয়ে আসছে। দুর্গা পূজার অনেক সামগ্রীও স্থায়ী কালী মন্দিরের ভিতরে রাখা ছিল। টাকাপয়সার সঙ্গে হিসাবের খাতা পত্র সহ মন্দিরের সব কিছু নিয়ে যায় চোরের দল। আনুমানিক সত্তর-আশি হাজার টাকার সামগ্রী হাতিয়ে নেয়।
কমিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে, সঠিক তদন্ত করে দ্রুত চোরের দলকে খুঁজে বের করে মন্দিরের সমস্ত সামগ্রী ও প্রণামীর টাকা উদ্ধার করে দেওয়ার জন্য।
সঙ্গে রাতের বেলায় সম্পূর্ণ ন্যাশনাল হাইওয়েতে পুলিশের টহল জোরদার করে সমস্ত রকমের অসামাজিক কাজকর্ম প্রতিরোধ করার জন্য অতি সত্ত্বর কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।