Barak UpdatesHappeningsBreaking News
নোটিশ দিয়ে আবীর চৌধুরীকে থানা থেকেই মুক্তি
ওয়েটুবরাক, ৩ জুনঃ ফেসবুকে মন্ত্রীদের নিয়ে আপত্তিকর পোস্টের জন্য বাড়ি থেকে তুলে নিয়ে কংগ্রেস নেতা আবীর চৌধুরীকে রাতে থানা থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। শিলচর সদর থানার ওসি ডিতুমণি গোস্বামী জানিয়েছেন, ৪১(ক) ধারায় নোটিশ দিয়ে তাকে ছাড়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে ডাকলেই থানায় উপস্থিত হতে হবে, নোটিশে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
আবীরবাবুর আইনজীবী সৌমেন চৌধুরী বলেন, ৪১(ক) ধারায় এ কথাই বলা হয়েছে, যখনই অভিযুক্তকে ডাকা হবে, তাকে তদন্তকারী অফিসারের সামনে উপস্থিত হতে হবে। এই মামলায়ও সেটাই হয়েছে।
জেলা কংগ্রেস মুখপাত্র জ্যোতিরিন্দ্র দের বক্তব্য, শ্লীলতাহানিকর পোস্টের কোনও অভিযোগই নেই আবীরের বিরুদ্ধে, কিন্তু ধারা যুক্ত করা হয়েছে, আইটি অ্যাক্টের ৬৭ নং ধারা। ওই ধারায় শ্লীলতাহানিকর পোস্টে শাস্তির কথা বলা হয়েছে। তিনি জোর দিয়েই বলেন, বিরোধী রাজনৈতিক নেতারা সোশিয়াল মিডিয়ায় তাদের রাজনীতির কথা বলবেন, শাসকদের বিরোধিতা করবেন, এটাই তো স্বাভাবিক। এর জন্য মামলা-মোকদ্দমা দুঃখজনক।
প্রসঙ্গত, যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তীর মামলার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে তুলে নিয়েছিল পুলিশ৷ সারা দিন আটকে রেখে শেষে রাতে ছাড়া হয়৷